বিভিন্ন দেশে হঠাৎ বন্ধ ফেসবুক!

0
409


ম্যাগপাই নিউজ ডেস্ক : বিশ্বের বেশ কিছু দেশে বন্ধ আছে জনপ্রিয় সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুক। এসব দেশের ব্যবহারকারীরা নানা সমস্য খুঁজে পাচ্ছেন। ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে এমনটি জানিয়েছে যুক্তরাজ্য-ভিত্তিক গণমাধ্যম ডেইলি মেইল অনলাইন।

যুক্তরাষ্ট্রের ব্যবহারকারীদের অভিযোগের ভিত্তিতে ডেইলি মেইল জানায়, প্রথম দিকে ফেসবুক খুলতে সময় নিচ্ছিল। এরপর ফেসবুকে কিছুই দেখা যাচ্ছে না। ফেসবুক খুলতে গেলে পুরো পেজটিই সম্পূর্ণ খালি দেখাচ্ছে।

অবশ্য কিছু ব্যবহারকারী বলছেন, ফেসবুক চালু করতেই আগের পেজ বা টাইমলাইন আসছে। কিছুতেই সেটা রিফ্রেশ হচ্ছে না। অর্থাৎ ফেসবুকে তারা নতুন কোনও স্টোরি পাচ্ছেন না।
তবে বিশ্বের বিভিন্ন দেশের গ্রাহকরা বলছেন, তারা কিছুতেই দেখতে পাচ্ছেন না ফেসবুক। পেজ খুলতে গেলে সেটা সম্পূর্ণ সাদা দেখাচ্ছে। এছাড়া কিছু ব্যবহারকারী ছবি দেখার ক্ষেত্রে সমস্যার কথা জানিয়েছেন।

ভুক্তভোগী দেশগুলোর মধ্যে রয়েছে, যুক্তরাষ্ট, বেলজিয়াম, নেদারল্যান্ড, ব্রাজিল, চিলি, আফ্রিকা ইত্যাদি। যদিও এখনও পর্যন্ত এ বিষয়ে কিছুই জানায়নি ফেসবুক কর্তৃপক্ষ। তবে ধারণা করা হচ্ছে, প্রযুক্তিগত কোনও ত্রুটির কারণেই এমনটি হয়ে থাকতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here