বিরোধিতার মধ্যেই জাতীয় নির্বাচনে ইভিএম অনুমোদন ইসির

0
389

নিজস্ব প্রতিবেদক : খোদ কমিশনে বিরোধিতা থাকলেও আগামী একাদশ জাতীয় সংসদ নির্বাচনে ইলেক্ট্রনিক ভোটিং মেশিন (ইভিএম) ব্যবহারের সুযোগ রেখে আরপিও’র সংশোধী অনুমোদন করেছে নির্বাচন কমিশন। বৃহস্পতিবার কমিশন বৈঠকে চার কমিশনার ইভিএম ব্যবহারে একমত হন। তবে এ সিদ্ধান্তের বিরোধিতা করে সভা বর্জন ও নোট অব ডিসেন্ট দিয়েছেন অপর কমিশনার মাহবুব তালুকদার। কমিশন সভা শেষে বিকালে আগারগাঁওয়ে নির্বাচন ভবনে অনুষ্ঠিত সংবাদ সম্মেলনে প্রধান নির্বাচন কমিশনার কে এম নুরুল হুদা আরপিও’র সংশোধনী চূড়ান্তের কথা জানান। তিনি বলেন, এ বিষয়ে চারজন কমিশনার একমত হয়েছেন। একজন কমিশনার এই সিদ্ধান্তে একমত হননি।

তিনি বলেন, সংশোধনী জাতীয় সংসদে পাস হলে জাতীয় নির্বাচনে ইভিএম ব্যবহারের সুযোগ থাকবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here