বিলখুকশিয়ার স্কেভেটর মেশিন দ্বারা পলি অপসারন কার্যক্রম উদ্বোধন

0
372

উৎপল দে,কেশবপুর : যশোরের কেশবপুর উপজেলার সুফলাকাটি ইউনিয়নের বিল খুকশিয়ার সুইজগেটের সামনে শ্রীহরি
নদীতে ১ কিলোমিটার পলি পড়ায় সুফলাকাটি, কালিচরণপুর, মনোহরনগর, বাগডাঙ্গা, পাঁজিয়া,
হদ-সহ কেশবপুর ও মনিরামপুর উপজেলার ২৭টি বিলের পানি নিষ্কাশনের মাধ্যমে ইরি-বোরো
চাষাবাদ অনিশ্চিত হয়ে পড়েছে।
পানি নিষ্কাশন কমিটি সিদ্ধান্ত মোতাবেক স্কেভেটর মেশিন দ্বারা পলি অপসারন কার্যক্রম রোববার বিকালে শুরু হয়েছে। পানি নিষ্কাশন কমিটির আহ্বায়ক সুফলাকাটি ইউনিয়নের চেয়ারম্যান মাস্টার
আব্দুস সামাদ এর সভাপতিত্বে আনুষ্ঠানিকভাবে প্রধান অতিথি হিসাবে স্কেভেটর মেশিন দ্বারা পলি
অপসারন কার্যক্রমের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী অফিসার নুসরাত জাহান। বিল খুকশিয়ার
সুইচজগেটের সামনে শ্রীহরি নদীতে ১ কিলোমিটার পলি অপসারণ করা হলে উক্ত ২৭ বিলের পানি
নিষ্কাশিত হবে এবং ইরি-বোরো চাষাবাদ করা সম্ভব হবে এমনটাই আশা করেন ভুক্তভোগী ২৭ বিলের