বিশ্বকাপে সালমা বাহিনী

0
448

ক্রীড়া ডেস্ক : নারী বিশ্বকাপের মূলপর্বে খেলার যোগ্যতা অর্জন করলো বাংলাদেশ নারী দল। টি-টোয়েন্টি বিশ্বকাপ বাছাইপর্বের সেমিফাইনালে স্কটল্যান্ডকে ৪৯ রানে হারিয়ে চলতি বছরের নভেম্বরে ওয়েস্ট ইন্ডিজে হতে যাওয়া নারী টি-টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করলো সালমা বাহিনী।

আমসটেলভিনে টসে হেরে প্রথমে ব্যাট করতে নেমে নির্ধারিত ২০ ওভার শেষে ৬ উইকেট হারিয়ে ১২৫ রান করে বাংলাদেশ। সালমাদের ছুঁড়ে দেয়া ১২৬ রানের টার্গেটে ৭৬ রান করতে পারে স্কটিশ নারীরা।

বাংলাদেশের পক্ষে সর্বোচ্চ ৩৬ বলে ৩১ করে অপরাজিত থাকেন নিগার সুলতানা। এছাড়া দুই ওপেনার শামীমা সুলতানা ২২ ও আয়শা রহমান ২০ রান করেন।

জবাবে ব্যাট করতে নামা স্কটল্যান্ডের ওপেনার সারাহ ব্রেস ৩১ ও অধিনায়ক ক্যাথরিন ব্রেস ২১ করলেও বাকিদের কেউই দুই অঙ্কের ঘরে পৌঁছাতে পারেননি। বাংলাদেশি বোলারদের মধ্যে নাহিদা আক্তার ও রুমানা আহমেদ ২টি করে উইকেট পান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here