বিশ্ব ইজতেমার সময় বাড়ল একদিন

0
597

নিজস্ব প্রতিবেদক : এবারের বিশ্ব ইজতেমা একদিন বাড়িয়ে চারদিন ধরে অনুষ্ঠিত হবে বলে জানিয়েছেন ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ। তিনি বলেন, বিশ্ব ইজতেমা ঐক্যবদ্ধভাবে আগামী ১৫ ফেব্রুয়ারি শুরু হয়ে ১৮ ফেব্রুয়ারি পর্যন্ত চলবে।

মঙ্গলবার বিকেলে সচিবালয়ে তাবলীগ জামাতের দুইপক্ষের নেতাদের সঙ্গে বৈঠক শেষে ধর্ম প্রতিমন্ত্রী সাংবাদিকদের এ তথ্য জানান।

বৈঠকে তাবলীগের মাওলানা সা’দ এর অনুসারী সৈয়দ ওয়াসিফ ইসলাম ও অপর পক্ষের মাওলানা জুবায়েরসহ তাবলীগের লোকজন উপস্থিত ছিলেন।
ধর্ম প্রতিমন্ত্রী শেখ মো. আব্দুল্লাহ বলেন, গত মিটিংয়ে তাবলীগ জামাতের দুইপক্ষের সঙ্গে বৈঠকে সিদ্ধান্ত হয় ইজতেমা ১৫, ১৬ ও ১৭ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে। আজ আলোচনায় উভয়পক্ষের মতামতের ভিত্তিতে ৩ দিনের স্থলে ৪ দিন হওয়ার সিদ্ধান্ত হয়েছে।

তিনি আরও জানান, প্রথম দুইদিন ইজতেমা পরিচালনা করবেন মাওলানা জুবায়ের। আর শেষের দুইদিন পরিচালনা করবেন সৈয়দ ওয়াসিফ ইসলাম।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here