বিশ্ব ভালবাসা দিবসে প্রধানমন্ত্রী বরাবর খোলা চিঠি দিলেন ঝিনাইদহের সেই রেল আব্দুল্লাহ

0
535

জাহিদুর রহমান তারিক,ঝিনাইদহ :
বরাবর,
মাননীয় প্রধান মন্ত্রী
গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকার।
বিষয়ঃ ঝিনাইদহ সদর দিয়ে রেল লাইনের আবেদন প্রসঙ্গে।

জনাব,
বিনীত নিবেদন এ যে, আমরা ঝিনাইদহ জেলার সদরের বাসিন্দা। আমরা দেখতে পেরেছি ইতি মধ্যে পদ্মা সেতু থেকে রেল লাইনটি মাগুরা হয়ে যশোর এ মিলিত হচ্ছে। কিন্তুু দক্ষিণ-পশ্চিমাঞ্চলের প্রবেশদার ঝিনাইদহে রেল লাইন স্থাপন করা হচ্ছে না। দীর্ঘদিন ধরে এ জেলার লোকজন মাগুরার সঙ্গে ঝিনাইদহ সদর হয়ে চুয়াডাঙ্গা বা যশোর পর্যন্ত রেল লাইনের দাবি জানাচ্ছে। সে সব মানুষের হয়ে আমি মোঃ আব্দুল্লাহ ১৭-০৭-২০১৭ তারিখে ডিসি মহোদয় কাছে স্মারকলিপি এবং জেলা পরিষদের চেয়ারম্যানের কাছে স্মারকলিপি প্রদান করি। সেই সঙ্গে ডিসি অফিস ও জেলা পরিষদের অফিসের মাঝামাঝি রাস্তায় বসে অনশন করি। ১৮-০৭-২০১৭ তারিখে অনশন করি,ঝিনাইদহ কেন্দ্রীয় শহীদ মিনার, ১৯-০৭-২০১৭ তারিখে অনশন করি ঝিনাইদহের মুজিব চত্তর এলাকায়। তারপর বেশ কয়েকটি পত্র পত্রিকা ইলেকট্রিক মিডিয়া ও ইন্টারনেট-ফেসবুক এর মাধ্যমে এ সংবাদ ভাইরাল হয়ে পড়ে। এখন ঝিনাইদহের সামাজিক, সাংষ্কৃতিক, রাজনৈতিক ও সুশীল সমাজ স্কুল, কলেজ, বিশ্ববিদ্যালয় ছাত্র ছাত্রী রেল লাইনের জন্য জেগে উঠেছে। মাননীয় প্রধান মন্ত্রী, আমি আপনাকে কি বলে সম্বোধন করব, আপনি দেশ ও জনগনের নেত্রী, জনগনের সেবাই সর্বদা নিয়োজিত থাকেন। তাই আপনাকে মা বলে ডাকি। আমি একজন কলেজ ছাত্র। আমি যশোর ক্যান্টনমেন্ট কলেজ এ লেখাপড়া করি। যখন কলেজে যাই আমার বুকটা যেন ভেঙ্গে চুরে চুরমার হয়ে যাই। আমি আমার কষ্টের কথা মা আপনাকেই একমাত্র জানাতে চাই। আমি কলেজে যাওয়ার সময় দেখতে পারি যশোরে রেল লাইন আছে এবং ঝিনাইদহের কিছু অংশ যেমন-কালিগঞ্জ ও বারবাজারে কিন্তুু আমার ঝিনাইদহ জেলার সদরে নাই।

অতএব, মা আপনার কাছে আমার আকুল আবেদন এই যে, উপরোক্ত বিষয়টি বিবেচনা করে আমার ঝিনাইদহ সদরে রেল লাইন দিতে মর্জি হবেন।

নিবেদক
মোঃ আব্দুল্লাহ
গ্রামঃ হামদহ, কাঞ্চনপুর,
জেলাঃ ঝিনাইদহ।
বাংলাদেশ।

রেল আব্দুল্লাহ তারিখঃ ১৪/০২/২০১৮

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here