বীর মুক্তিযোদ্ধা শহীদ জামাল উদ্দিন খানসহ পাঁচ সূর্যসন্তান এর ৫১তম শাহাদাৎ বার্ষিকীতে আলোচনা সভা ও দোয়া মাহফিল

0
113

উত্তম চক্রবর্তী,মণিরামপুর ৷৷ রোববার (১৩ নভেম্বর) সকালে যশোরের ঝিকরগাছা উপজেলার বাঁকড়া এলাকার উজ্জ্বলপুর গ্রামে শহীদ মুক্তিযোদ্ধা মাদ্রাসা প্রাঙ্গণে নেংগুড়াহাট শহীদ জামাল স্মৃতি সংসদের আয়োজনে বীর মুক্তিযোদ্ধা শহীদ জামাল উদ্দীন খানসহ পাঁচ সূর্যসন্তান এর ৫১তম শাহাদাৎ বার্ষিকী উদযাপন উপলক্ষে এক আলোচনা সভা ও দোয়া মাহফিল অনুষ্ঠিত হয়েছে। অনুষ্ঠানটি আয়োজন করেন ও সার্বিক পৃষ্ঠপোষকতায় মণিরামপুর উপজেলার নেংগুড়াহাট শহীদ জামাল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা, নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি ও প্রধান নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম খাঁন। এ অনুষ্ঠানে মাদ্রাসার ব্যবস্থাপনা কমিটির সভাপতি জনাব মোঃ আব্দুল কাদের এর সভাপতিত্বে উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে বক্তব্য রাখেন, নেংগুড়াহাট শহীদ জামাল স্মৃতি সংসদের প্রতিষ্ঠাতা, নেংগুড়াহাট স্কুল এন্ড কলেজের সাবেক সভাপতি ও প্রধান নির্বাহী প্রকৌশলী নজরুল ইসলাম খাঁন। এ সময় আরো উপস্থিত থেকে বক্তব্য রাখেন, বিশিষ্ট কবি ও গীতিকার আশরাফ হায়দার, বীর মুক্তিযোদ্ধা রবিউল ইসলাম, সিদ্দিকুর রহমান, আব্দুল জব্বার, আব্দুল কাদির, তবিবর রহমান, নুরুল ইসলাম, মাষ্টার অরুন সরকার, মাদ্রাসার অধ্যক্ষ বায়েজিদ, অধ্যক্ষ শামছুল হক, আবুল কালাম আজাদ, মাষ্টার নজরুল ইসলাম, মাষ্টার সবুর হোসেন প্রমুখ। এ অনুষ্ঠানে ঝিকরগাছা ও মণিরামপুর উপজেলার বীর মুক্তিযোদ্ধারা উপস্থিত ছিলেন। উল্লেখ্য, ১৯৭১ সালের ১৩ নভেম্বর স্বাধীনতার লাল সূর্যকে ছিনিয়ে আনতে ঝিকরগাছা উপজেলার বাঁকড়া ইউনিয়নের উজ্জলপুর গ্রামে আত্মা‎হুতি দিয়েছিল মণিরামপুরের গৌরীপুর গ্রামের বীর মুক্তিযোদ্ধা শহীদ জামাল উদ্দীনসহ কেশবপুরের মঙ্গলকোর্ট গ্রামের আব্দুল খালেক, মণিরামপুরের হানুয়ার গ্রামের আব্দুর রাজ্জাক, জামশেদ আলী, রোহিতা গ্রামের নূর ইসলাম এই পাঁচ সূর্যসন্তান। উক্ত অনুষ্ঠানে দোয়া ও মুনাজাদ পরিচালনা করেন- শহীদ মুক্তিযোদ্ধা মাদ্রাসার অধ্যক্ষ মাওলানা বাইজিদ। অনুষ্ঠান শেষে উপস্থিত সকলের মাঝে খাবার বিতরণ করা হয়।