বৃষ্টিতে সচিবালয়েও হাঁটুপানি, নিষ্কাশনে ফায়ার সার্ভিস

0
395

নিজস্ব প্রতিবেদক: বৃষ্টিতে নাকাল রাজধানীবাসী, অলিগলি সর্বত্র পানি আর পানি। ব্যাংক পাড়া, অফিস পাড়া সবজায়গায় এখন জলাবদ্ধতার দুর্ভোগে মানুষ। টানা বর্ষণে রাজধানীর প্রধান সড়কগুলোর পাশাপাশি প্রশাসনের কেন্দ্রবিন্দু সচিবালয় এলাকায়ও হাঁটু পানি জমে গেছে। সচিবালয়ের ভেতরের চত্বরে সৃষ্টি হয়েছে জলাবদ্ধতা। পানি নিষ্কাশনে আনা হয়েছে ফায়ার সার্ভিসের গাড়ি।

সরেজমিনে ঘুরে দেখা গেছে, সচিবালয়ের সামনের আব্দুল গণি রোডে হাঁটুপানি জমে গেছে। তৈরি হয়েছে যানজটও। যানবাহনগুলো চেকিং শেষে ঢুকলেও রাস্তা থেকেই যানজটে পড়তে হচ্ছে। সচিবালয়ে প্রবেশের পর পুরো চত্বরে হাঁটু পানি জমেছে, কোথাও তার থেকে বেশি। যানবাহনগুলোর চাকা প্রায় অর্ধেকের বেশি ডুবছে পানিতে। গাড়ি ছাড়া যারা এক ভবন থেকে অন্য ভবনে যাচ্ছেন তারা প্যান্ট গুটিয়ে তবেই যেতে পারছেন। ৪ নম্বর, ৬ নম্বর, ৭ নম্বর ভবন এলাকায় পানিবন্দি কর্মকর্তা-কর্মচারী ও আগতরা।

পরিচ্ছন্নকর্মীরা দ্রুত পানি নিষ্কাশনে ড্রেনগুলো পরিষ্কারের চেষ্টা করছেন। এসময় ফায়ার সার্ভিসের একটি গাড়িকে পাম্প করে পানি নিষ্কাশনের চেষ্টা করতে দেখা যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here