বৃহস্পতিবার থেকে শুরু পাটকেলঘাটায় খানা তথ্যভান্ডার শুমারী

0
306

মো, রিপন হোসাইন,পাটকেলগাটা : গনপ্রজান্ত্রী বাংলাদেশ সরকারের পরিকল্পনা,তথ্যমন্ত্রলায়ধীন ও পরিসংখ্যান ব্যুরো অধিনে তথ্যভান্ডার দেশের খানাভিক্তিক আর্থসামাজিক চিত্র ও উন্নয়ন অগ্রগতি,বিভিন্ন উন্নয়ন কর্মসূচী ,সামাজিক নিরাপত্তা, কর্মসূচী যথাযথ বাস্তবায়নে মাধ্যমে দারিদ্র দূরীকরনসহ গুরুত্বপূর্ন ও নির্ভরযোগ্য সহায়ক হিসেবে এ তথ্য ভান্ডার ব্যবহুত হবে। সরকারের অন্যানো সেবা সমূহ দুত জনগনের দোর -গোড়ায় পৌছে দেবার ক্ষেত্রে এ তথ্যভান্ডার নির্ভরযোগ্য হিসেবে কাজ করবে। এ লক্ষেকে সামনে রেখে সাতক্ষীরা জেলায় জনমিতিক তথ্য সংগ্রহ করে একটি জাতীয় তথ্যভান্ডার তৈরি করা হবে সরকার।
আজ বৃহস্পতিবার খেকে খানা তথ্যভান্ডার শুমারী শুরু। ন্যাশনাল হাউজহো- ডাটাবেইজ প্রকল্পের উদ্যেগে দেশের অন্যন্যে জেলার ন্যায় সরুলিয়া ইউনিয়নে শুরু হবে। এ ইউনিয়নের প্রত্যকটি নাগরিকদের খানা তথ্যবলী তথ্যসংগ্রহকারী কে সহযোগিতার করার আহবান উপজেলা পরিসংখ্যান ব্যুরো অফিস। এ শুমারী আগামী ১৬ তারিখথ পর্যন্ত্র চলবে। উল্লেখ্য যে,গত২২-২৫ তারিখ পর্যন্ত থানা তথ্যসংগ্রহকারী,সুপার ভাইজারদের তিনদিন ব্যাপী বুনিয়াদী প্রক্ষিক্ষন প্রদান করে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here