“বেনাপোলের কাগজপকুর শহীদ স্মৃতি সৌধটি অযত্ন আর অবহেলায় ডাষ্টবিনে পরিনত”

0
422

আরিফুজ্জামান আরিফ : বেনাপোলের কাগজপুকুরে শহীদদের স্মৃতির প্রতি শ্রদ্ধা জানানোর একমাত্র স্মৃতিসৌধের জায়গাটি অযত্ন আর অবহেলায় এখন ময়লা-আবর্জনার স্তুুপ জমে ডাষ্টবিনে পরিনত হয়েছে।

ভাষা আন্দোলন এবং মহান মুক্তিযুদ্ধে আত্মহুত্তি দেওয়া সকল শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে দেশের সীমান্তবর্তী অঞ্চল বেনাপোল পোর্ট থানার কাগজ পুকুর নামক স্থানে একটি স্মৃতি সৌধ স্থাপন করে বেনাপোল পৌরসভা। আর স্মৃতিসৌধ কে ঘিরে এখানে একটি কাঁচা বাজার গড়ে উঠে।
ফলে এখন প্রায়ই সময় বাজারের উচ্ছিষ্ঠাংশ ময়লা-আবর্জনা ফেলা হয় স্মৃতি সৌধের স্থানটিতে।পরিনত হতে চলেছে ডাষ্টবিনে।আর এদিকে বেনাপোল পৌরসভা কর্তৃক স্মৃতিসৌধের স্থানটি পরিস্কার পরিচ্ছন করার কথা থাকলেও সেটা করা হয় না বলে জানান এলাকার সচেতনমহল ও এলাকাবাসী । ফলে সম্পূর্ন অযত্ন আর অবহেলায় এই স্থানটি ক্রমেই শ্রদ্ধাহীনতার দিকে এগিয়ে চলেছে। যে কোন জাতীয় উৎসব পালন কালীন সময় সংশিষ্ট কর্তৃপক্ষ ধোয়া-মোছার কাজটি করে থাকলেও পরে আর তা করা হয় না।

এলাকার সচেতন মানুষ ক্ষোভ প্রকাশ করে বলেন,কাচাঁ বাজার এলাকা থেকে স্মৃতিসৌধটি সরিয়ে অন্য জায়গায় সরিয়ে
নেওয়ার ব্যবস্থা করা হোক।নচেৎ স্মৃতিসৌধ টিকে রাখতে প্রয়োজনীয় অতীব জরুরী কার্যকারী পদক্ষেপ।

বিষয়টি সংশ্লিষ্ট কর্তৃপক্ষ স্মৃতিসৌধটির সৌন্দর্য বর্ধনে আশু জরুরী কার্যকারী ব্যবস্হা গ্রহন করবেন এমনটাই প্রত্যাশা
এলাকার সচেতনমহলের।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here