বেনাপোলের ভারতীয় সীমান্তে পৃথক পৃথক অভিযানে বিপুল পরিমাণে মালামাল জব্দ

0
330

রাশেদুজামান (রাসেল)বেনাপোলঃযশোরের বেনাপোল পোর্ট থানার দৌলতপুর, পুটখালী ও অগ্রভুলোট সীমান্তে পৃথক অভিযানে ২৯ লাখ ৪৯ হাজার ৬৫০ টাকার ফেনসিডিল, ইমিটেশন, কসমেটিক্স , গার্মেন্টস সামগ্রী ও শাড়ী কাপড় সহ দেলোয়ার নামে একজন জন চোরাচালানিকে আটক করেছে বিজিবি।
আটককৃত ফেনসিডিল ব্যবসায়ি বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের সালাউদ্দিনের ছেলে দেলোয়ার।

২১ বিজিবি, লে. কর্নেল ইমরান উল্লাহ সরকার বলেন, গোপন সংবাদের ভিত্তিতে বেনাপোলের দৌলতপর, পুটখালী, অগ্রভুলোট সীমান্তে অভিযান চালিয়ে ১৮০ জোড়া কানের দুল, ১৪০ জোড়া কানের ঝুমকা, ১১৫ পিস হাতের বেচলেট,২২৫ পিস গলার নেকলেচ, ১৭৫ পিস গলার মালা, ২৯০ পিস ক্লোপ জি ক্রীম ১৯৭০ পিস মেহেদী,৫৪৪ পিস থ্রি-পিস, ৩৬ পিস লেহেংগা, ১৩৮ পিস বিভিন্ন সাইজের জামা, ২০ পিস শাড়ি, ২টি ইঞ্জিন চালিত নছিমন গাড়ি, আটক করা হয়। যার আনুমনিক বাজার মুল্য ২৯ লাখ ৪৯ হাজার ৬৫০ টাকা । উদ্ধারকৃত পন্য বেনাপোল শুল্ক গুদামে জমা করা হয়েছে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here