বেনাপোলের শিকড়ী সীমান্তে পরিত্যাক্ত অবস্থায় ৫শ ৪০ পিস জামদানী শাড়ী উদ্ধার”

0
324

আরিফুজ্জামান আরিফ।।বেনাপোল শিকড়ি সীমান্ত এলাকা থেকে পরিত্যাক্ত অবস্হায় ভারতীয় ৫শত ৪০ পিস জামদানী সিল্ক শাড়ী উদ্ধার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি)।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের আই সিপি ক্যাম্পের নায়েক সুবেদার আবুল কাসেম জানান, রবিবার ভোরে গোপন সংবাদের ভিত্তিতে জানা যায় যে, ভারত থেকে একদল চোরাচালানী বিপুল পরিমান ভারতীয় শাড়ী নিয়ে বাংলাদেশে আসছে, এ সংবাদের ভিত্তিতে বিজিবি’র একটি টহল দল শিকড়ী মাঠ এলাকায় অবস্হান নেয়। এ সময় সেখান থেকে পরিত্যাক্ত অবস্হায় প্যাকেট ভর্তি শাড়ীর চালানটি জব্দ করে। ঘটনাস্থল থেকে প্যাকেট গুলো তল্লাশি করে ৫৪০ পিস ভারতীয় জামদানী সিল্ক শাড়ি উদ্ধার করা হয়।

যার আনুমানিক মূল্য ২৫ লক্ষ থেকে ৩০ লক্ষ টাকা।

উদ্ধারকৃত শাড়ির চালানটি বেনাপোল কাস্টমসে আটক শাখায় জমা করা হবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here