বেনাপোলে চেকপোষ্টে এক পাসপোর্ট যাত্রীর পায়ূপথ থেকে ১২টি স্বর্ণের বার উদ্ধার

0
552

বিশেষ প্রতিনিধি : বেনাপোল চেকপোষ্টে মঙ্গলবার বেলা ১১ টায় ১২ পিস স্বর্ণেরবারসহ মহিউদ্দিন নামে এক পাসপোর্ট ধারী যুবককে গ্রেফতার করেছে কাস্টমসশুল্ক গোয়েন্দা কর্মকর্তা। গ্রেফতারকৃত মহিউদ্দিন কুমিল্লা জেলার তিতাস উপজেলার কান্দি গ্রামের শাহরিয়া ভূঁইয়ার ছেলে। পাসপোর্ট নং ৩০০৮৮৫২০৪।
বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা উপ-পরিচালক সাইফুর রহমান সাংবাদিকদের বলেন, গোপন সূত্রে খবর পেয়ে বেনাপোল চেকপোষ্ট এলাকায় সকাল সাড়ে ৮ টায় নজরদারি বাড়ানো হয়। সকাল আনুমানিক ১০ টায় ইমিগ্রেশন পার হওয়ার সময় মহিউদ্দিন নামক এক পাসপোর্ট যাত্রীকে সন্দেহ হলে তাকে গ্রেফতার করা হয়। পরে উক্ত মহিউদ্দিনকে বেনাপোলের একটি ক্লিনিকে নিয়ে এক্সরে করানো হয়। পরে পায়ূ পথ থেকে স্বর্ণের ১২পিস বার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের বারের ওজন ১ কেজি ৩শ’ গ্রাম বলে বলে কাস্টমস সূত্রগুলো জানিয়েছেন। গ্রেফতারকৃত মহিউদ্দিন জানান, ঢাকার মামুন নামে এক বন্ধুর কাছ থেকে স্বর্ণের বার গুলো এনেছে। উক্ত স্বর্ণের বার ভারতের কলকাতার সুবাস নামে এক স্বর্ণ ব্যবসায়ীর কাছে পৌছে দেওয়ার জন্য তিনি বহনকরছিল। আর এই স্বর্ণ বহনের জন্য তাকে ১৪ হাজার টাকা দেওয়ার কথা ছিল। উদ্ধারকৃত স্বর্ণের বার কাস্টমস গোডাউনে জমা রাখা হয়। গ্রেফতারকৃত মহিউদ্দিনকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করে মামলা দায়ের করা হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here