বেনাপোলে ডিবি পুলিশের অভিযান ফেনসিডিল,মদ ও ইয়াবাসহ সহদর ২ ভাই আটক

0
223

আশানুর রহমান আশা বেনাপোল : বেনাপোল বড়আঁচড়া গ্রামে ডিবি পুলিশ অভিযান চালিয়ে ৫৫ বোতল ফেনসিডিল,৩ বোতল বিদেশি মদ ও ৪০ পিস ইয়াবাসহ চিহ্নিত ২ মাদক ব্যবসায়ী ফয়সাল ও শাহীন নামে আপন দুই ভাই আটক।মঙ্গলবার রাতে তাদেরকে আটক করা হয় ।তাদের পিতা নাম আব্দুল মজিদ। বড় আঁচড়া এমপি মোড়ের বাসিন্দা।
আটক ফয়সাল ও শাহীন দীর্ঘদিন যাবত পিতা আব্দুল মজিদ এর ছদ্ম ছায়ায় এ মাদক ব্যবসা করে আসছে।এলাকাবাসীর দাবি যদি মজিদ কে আটক করা হয় তাহলে কমবে মাদক ব্যবসা রক্ষা পাবে যুব সমাজ।

ডিবি পুলিশ জানিয়েছে,মঙ্গলবার ডিবির এসআই চন্দ্র কান্ত গাইন, এসআই শামীম হোসেন, এএসআই রঞ্জন বসুর সমন্বয়ে একটা চৌকস টিম বেনাপোল ছোটআচঁড়া মোড় ঠাকুর পুকুর পাড় এলাকা থেকে চিহ্নিত মাদক ব্যবসায়ী বড় আঁচড়া গ্রামের মজিদ শেখের দুই ছেলে ফয়সাল শেখ ও শাহীন শেখকে ফেনসিডিল, মদ ও ইয়াবা ট্যাবলেট সহ আটক করা হয়। যার মূল্য এক লক্ষ পঁচাত্তর হাজার টাকা।

এর আগেও ফয়সাল ফেন্সিডিল সহ আটক হয়েছিল।তার বিরুদ্ধে দুইটি মামলা রয়েছে বলে ডিবি নিশ্চিত করেছেন।তাদের বিরুদ্ধে মামলা দিয়ে যশোর কোর্টে সোপর্দ করা হয়েছে।
এদিকে এলাকার অনেকেই জানিয়েছেন ফয়সাল ও শাহীন এর পিতা মজিদ দীর্ঘদিন যাবত ছেলেদের দিয়ে ভারত থেকে মাদকদ্রব্য এনে বিভিন্ন জেলায় সরবরাহ করে থাকে এবং বাড়িতে বসে বিক্রি করেন।মজিদ কে আটক করে আইনে আওতায় আনা হলে কমে আসবে মাদক ব্যবসা বলে এলাকার সূধী সমাজের দাবি।