বেনাপোলে দুই দিনেও চালান দেওয়া হয়নি আটক পুলিশের চাকরি দেওয়ার নামে প্রতারনা কারীকে

0
335

বেনাপোল প্রতিনিধি : পুলিশের চাকরি দেওয়া বলে প্রতারনা করে টাকা নেওয়ার অভিযোগে জামাল নামে এক প্রতারক ও তার স্ত্রীকে আটক করেছে পুলিশ। তবে ৯ জুলাই রাত ৮ ঘটিকার সময় তাদের আটক করলেও পুলিশ তাদের আদালতে পাঠায়নি।
আটককৃত জামাল ঝিকরগাছা থানার সৈয়দপাড়া গ্রামের আমাজেদ হোসেনের ছেলে ও তার স্ত্রী রুমা খাতুন।
অভিযোগ কারী মেহেরপুর জেলার পুরাতন মর্চমারা গ্রামের পলাশ আহম্মেদ জানায় আমাকে পুলিশের চাকরি দেওয়ার প্রলোভন দেখিয়ে জামাল কয়েক দফায় আমার পরিবারের নিকট থেকে ৬ লাখ টাকা নিয়েছে। গত এক বছর আগে চাকরি দেওয়ার নাম করে টাকা নিয়ে সে আজ কাল করে চাকরি দেওয়ার নাম করে ঘুরাচ্ছে। শেষ পর্যন্ত বেনাপোল পোর্ট থানায় অভিযোগ করলে পুলিশ তাদের আটক করে।
অপরদিকে বেনাপোল পোর্ট থানায় আটককৃত জামাল বলেন, আমাকে কয়েক দফায় পলাশ মাত্র ৮৬ হাজার টাকা দেয়। এখন সে অনেক বেশী টাকা দাবি করছে।

আটককৃত জামাল এবং অভিযোগকারী পলাশ তাদের পরিবার পরিজন নিয়ে বেনাপোল পোর্ট থানার গাজিপুর গ্রামে মাহে আলমের বাড়ি ভাড়া থাকে।
জামালের শাশুড়ী বলে আমরা মিমাংসা করে থানা থেকে জামাইকে এবং মেয়েকে ছড়িয়ে আনব।

বেনাপোল পোর্ট থানার এস আই আব্দুল লতিফ আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন জামাল ও তার স্ত্রীকে চালান দেওয়ার ব্যাপারে কোন সিদ্ধান্ত নেওয়া হয়নি।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here