বেনাপোলে শুল্ক ফাঁকির অভিযোগে পণ্য চালান জব্দ

0
500

রাশেদুজামান(রাসেল)বেনাপোল: বেনাপোল বন্দরে শুল্ক ফাঁকি দিয়ে আমদানি পণ্য খালাসের চেষ্টা কালে ২২ মেঃটন “চাইনা ক্লে ” নামক একটি পাউডার জাতীয় পন্য চালান জব্দ করেছে কাস্টমস সদস্যরা।

সোমবার বিকাল ৪ টার দিকে বেনাপোল বন্দরের ১৬ নাম্বার শেড থেকে পন্য চালানটি জব্দ করা হয়।

কাস্টমস সুত্রে জানা যায়, ঢাকার আমদানি কারক এস.এন ট্রেডিং করপোরেশন ভারত থেকে “চাইনা ক্লে” নাম উল্লেখ করে ২২ মেঃটন পন্য আমদানি করেন।পরে পন্য চালানটি বন্দর থেকে ছাড় করাতে প্রয়োজনীয় কাগজ পত্র জমা দেয় সি অ্যান্ড এফ এজেন্ট মেসার্স সুলতান মাহামুদ। কাস্টমসের সহকারী রাজস্ব কর্মকর্তা বিশ্বনাথ কুন্ডু পন্য চালানটি পরীক্ষা করে খালাসের অনুমতি দেয়। কিন্তু এরই মধ্যে কাস্টমসের উধ্বর্তন কর্মকর্তারা খবর পায় আমদানি কারন মিথ্যা ঘোষণা দিয়ে “চাইনা ক্লে” নামে পন্যের সাথে অন্য পন্য খালাস নিয়ে সরকারের রাজস্ব ফাঁকির চেষ্টা করছে। পরে কাস্টমস্ সদস্যরা প্রাথমিক তদন্তে শুল্কফাকির আলামত পেয়ে তা পরীক্ষার জন্য জব্দ করেন।
এ বিষয়ে টেলিফোনে কাষ্টমস পরিদর্শক বিশ্বনাথ কুন্ডুর কাছে জানতে চাইলে তিনি বিষয়টি এড়িয়ে যেয়ে বলেন আমার অফিসে আসুন সামনা সামনি বসে কথা বলি। এরপর অফিসে যেয়ে তাকে পাওয়া যায়নি বরং তার ফোন ও বন্ধ পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here