বেনাপোলে ষড়যন্ত্র মূলক মিথ্যা মামলা প্রত্যাহারের দাবিতে সংবাদ সম্মেলন

0
426

বেনাপোল প্রতিনিধি : আজ বিকাল ৪ ঘটিকায় বেনাপোল বন্দর প্রেস ক্লাবে সাংবাদিক সম্মেলনে উপস্থিত কাজী হুমায়ূন কবির জানাচ্ছেন যে,শারশা ৭২ নাম্বার মৌজার খাওয়ান নাম্বার ৪৪৭,এস এ খতিয়ান দাগ নাম্বার ১৩৮৫ এর অধীনে ৮ শতক জমি পিতা সুত্রে ভোগ দখল করে আসছিলেন।গত ২১ অক্টোবর সকাল ১০ টা ১৫ মিনিটে শারশার নাভারন কাজিরবেড় তোফাজ্জল মুন্সীর ছেলে রুহুল কুদ্দুস ও তার ভাইপো আবু সাদাত রাসেল কবিরের নেতৃত্বকারী ১৩ থেকে ১৪ জন সন্ত্রাসী ভুয়া দলিল নিয়ে জমি জবর দখলের জন্যে বাড়ির আসবাবপত্র ভাংচুর করে।ঘটনার দিনই ভুক্তভোগীর মেয়ে মোছাঃ শারমিন আক্তার যশোরের শারশা থানায় ৫ জনের নাম তালিকা ও অজ্ঞাত ১০ থেকে ১২ জনের নামে মামলা দায়ের করেন।যার জি আর নাম্বার ৪৬০/১৮ পরবর্তীতে আসামি বাবু,সাদাত,রাসেল,কবীর ২৩ ডিসেম্বর আবারও কাজী আসাদুজ্জামান মাখনের নামে বিজ্ঞ সিনিয়র জুডিশিয়াল মেজিস্ট্রিট শারশা আমলি আদালতে একটি মামলা দায়ের করেন ।যা সম্পূর্ণ মিথ্যা ষড়যন্ত্র মূলক ।সাংবাদিক সম্মেলনের মাধ্যমে ঐ মিথ্যা মামলা প্রত্যাহারের জোর দাবি জানিয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here