বেনাপোলে ১৩১ বোতল ফেনসিডিল সহ আটক-৩

0
220

আশানুর রহমান আশা : যশোরের বেনাপোল সীমান্ত থেকে পৃথক অভিযানে ১৩১ বোতল ফেনসিডিল সহ ৩ মাদক পাচারকারীকে আটক করেছে পুলিশ।

মঙ্গলবার (২৩ মার্চ) দুপুর পর্যন্ত পৃথক অভিযানে বেনাপোল পোর্ট থানা পুলিশ বালুন্ডা ও ভবারবের এলাকা থেকে তাদের আটক করে।

আটককৃতরা হলো, বেনাপোল থানার কৃষ্ণপুর গ্রামের শরবত আলীর ছেলে মনিরুল ইসলাম(১৯), ভবারবের গ্রামের গোলাম ফকিরের ছেলে এরশাদ আলি (৩৪) ও একই গ্রামের হাবিবুর রহমানের ছেলে রাকিব হোসেন (২৫)।

পুলিশ জানায়, মাদক পাচারের গোপন খবরে,
বেনাপোল পোর্ট থানার এসআই মাসুম বিল্লাহ বেনাপোল বালুন্ডা উত্তরপাড়া মাঠের মধ্যে নুরু মোড়লের ডিপ টিউবওয়েলের সামনে কাচা রাস্তার উপর থেকে অভিযান চালিয়ে ১০০ বোতল ফেনসিডিল সহ মনিরুলকে আটক করে।

অপরদিকে, পুলিশ ভবারবের গ্রামে অভিযান চালিয়ে ৩১ বোতল ফেনসিডিল সহ এরশাদ ও রাকিবকে আটক করে।

বেনাপোল পোর্ট থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মামুন খান জানান, আটক আসামিদের বিরুদ্ধে মাদক আইনে মামলা দিয়ে তাদেরকে যশোর আদালতে পাঠানো হয়েছে।