বেনাপোলে ৪ পিচ সোনার বারসহ পাসপোর্ট যাত্রী আটক

0
109

আশানুর রহমান আশা, বেনাপোল : যশোরের বেনাপোল দিয়ে ভারতগামী এক পাসপোর্ট যাত্রীর দেহ তল্লাশিকালে পেটের ভিতর লুকিয়ে রাখা ৪টি সোনার বারসহ জীবন নামে এক বাংলাদেশী পাসপোর্ট যাত্রীকে আটক করেছে বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দা।

মঙ্গলবার (১১ অক্টোবর) সকালে বেনাপোল প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে তাকে আটক করা হয়।

আটককৃত আসামি- ইমাম হোসেন জীবন (২৪) সে শরীয়তপুর জেলার পালং থানার চাতানি কান্দি গ্রামের আব্দুল হালিম মুন্সির ছেলে। তার পাসপোর্ট নম্বর- BT0536809।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার সহকারি পরিচালক মনিরুজ্জামান চৌধুরী বলেন, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি, একজন বাংলাদেশি পাসপোর্ট যাত্রী স্বর্ণের একটি চালান নিয়ে ভারতে প্রবেশ করবে। এমন সংবাদে গোয়েন্দা নজরদারি বাড়ানো হয়। এসময় বেনাপোল ইমিগ্রেশনের প্যাসেঞ্জার টার্মিনাল এলাকা থেকে সন্দেহভাজন ওই যাত্রীকে আটক করে জেরাপূর্বক তল্লাশি করা হয়। পরে, তার পেট থেকে ৪ পিচ স্বর্ণের বার উদ্ধার করা হয়

আটককৃত স্বর্ণ পাচারকারীর বিরুদ্ধে আইনগত ব্যবস্থা নেয়া হয়েছে বলে তিনি জানান।