“বেনাপোল কাস্টমস ইমিগ্রেশন থেকে ৭টি স্বর্ণের বার সহ এক পাসফোর্ট যাত্রী আটক”

0
431

আরিফুজ্জামান আরিফ : বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে পাচারের সময় লাভলু(২৫) নামে এক পাসফোর্ট যাত্রীকে ৭ টি স্বর্ণের বারসহ আটক করেছে কাস্টমস।

বৃহস্পতিবার (৭ জুন) বিকাল ৫ টায় ওই যাত্রী কাস্টমস-ইমিগ্রেশনের আনুষ্ঠানিকতা শেষে ভারতে প্রবেশ করার সময় তার শরীর তল্লাশি করে পায়ু পথ থেকে স্বর্ণের বারগুলো উদ্ধার করা হয়।

আটক লাভলু শরিয়াতপুর জেলার বড় কালিনগর উপজেলার মাদবর কান্দির গ্রামের মান্নান ব্যাপারীর ছেলে।

কাস্টমস গোয়েন্দা সূত্রে জানা গেছে, আটক স্বর্ণ পাচারকারী বেনাপোল চেকপোস্ট দিয়ে ভারতে যাওয়ার সময় তার গতিবিধি সন্দেহ হয় কাস্টমস গোয়েন্দা সদস্যদের। পরে তারা ওই যাত্রীর গতিরোধ করে জিজ্ঞাসাবাদ করা হলে তিনি শরীরে স্বর্ণ বহনের বিষয়টি অস্বীকার করেন। পরে তার শরীর স্ক্যানিং করে পায়ু পথে স্বর্ণের বারের সন্ধান পাওয়া যায়। পরে এক কেজি ১০০ গ্রাম ওজনের ৭ টি স্বর্ণের বার উদ্ধার করা হয়।

বেনাপোল কাস্টমস শুল্ক গোয়েন্দার ডেপুটি কমিশনার সাইফুর রহমান বলেন, আটক পাচারকারীর বিরুদ্ধে স্বর্ণপাচার আইনে মামলা দিয়ে বেনাপোল পোর্টথানা পুলিশে সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here