“বেনাপোল দিয়ে উন্নতমানের ১০০ টি মহিষ আমদানি”

0
360

নিজস্ব প্রতিবেদক : : দুগ্ধ উৎপাদনের জন্য বেনাপোল দিয়ে ভারত থেকে উন্নতমানের ১০০ টি মহিষ আমদানি করেছে বাংলাদেশের ঢাকার আমদানিকারক জেনিটিস ইন্টারন্যাশনাল।

বৃহস্পতিবার বিকালে বেনাপোল চেকপোষ্ট দিয়ে বাংলাদেশে প্রবেশ করেছে মহিষ গুলি।
ঢাকার আমদানিকারক জেনিটিস ইন্টারন্যাশনাল এর ব্যবস্থাপক তরিকুল ইসলাম বলেন ভারতের হরিয়ানা প্রদেশ থেকে মহিষগুলি দুগ্ধ উৎপাদনের জন্য আমদানি করা হয়েছে। মহিষগুলির মুল্য ৮২হাজার ২শত ২৫  ডলার।যা বাংলাদেশী টাকায় ৬৭লাখ ৪২ হাজার ৪শত ৫০ টাকা। আজই মহিষ গুলি কাস্টমস ও বন্দরের আনুষ্ঠানিকতা শেষ করে ঢাকায় নেওয়া হবে।

ভারতের কলকাতার জেকে এন্টারপ্রাইজের ব্যবস্থাপক দিপক দাস বলেন হরিয়ানা প্রদেশ থেকে বাংলাদেশে মহিষগুলি পৌছাতে তিনদিন সময় লাগল। তিনি বলেন আমাদের ব্যবসায়িক ফার্ম বাংলাদেশ সহ বিভিন্ন দেশে গরু, মহিষ, ঘোড়া রপ্তানি করে থাকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here