“বেনাপোল পুটখালী সীমান্তে ১০টি স্বর্ণেরবার সহ এক স্বর্ণ পাচারকারী আটক”

0
383

নিজস্ব প্রতিবেদক :বেনাপোল পুটখালী সীমান্তে অভিযান চালিয়ে ১০টি স্বর্ণেরবারসহ মনিরুল ইসলাম (২৫) নামে এক স্বর্ণ পাচারকারীকে আটক করেছে বিজিবি।শুক্রবার বিকাল ৩টার সময় বেনাপোলের পুটখালী মজিদের বাড়ি বিজিবি পোষ্টের একশ’ গজ দুরে ট্যাংকির মোড়ে অভিযান চালিয়ে স্বর্ণসহ মনিরুলকে আটক করেন বিজিবি।আটক মনিরুল ইসলাম বেনাপোল পুটখালী পশ্চিমপাড়া সাবুর আলীর ছেলে। সে দীর্ঘ দিন ধরে স্বর্ণ পাচারের সাথে জড়িত ছিলেন বলে জানান বিজিবি।
পুটখালী বিজিবি ক্যাম্পের সুবেদার ওমর ফারুক বলেন, গোপন সংবাদের মাধ্যমে জানতে পেরে মনিরুল ইসলামকে পুটখালী ট্যাংকির মোড় থেকে আটক করে বিজিবি ক্যাম্পে নিয়ে যাওয়া হয়। পরে তার দেহে তল্লাশী চালিয়ে ১০টি স্বর্ণেরবার উদ্ধার করা হয়। উদ্ধারকৃত স্বর্ণের ওজন এক কেজি একশ গ্রাম।খুলনা ২১ বিজিবি অধিনায়ক লে. কর্নেল তারিকুল হাকিম বলেন, স্বর্ণসহ আটক মনিরুলের বিরুদ্ধে স্বর্ণ পাচারের মামলা দিয়ে বেনাপোল পোর্ট থানা পুলিশের নিকট হস্তন্তর করা হয়েছে। উদ্ধারকৃত স্বর্ণ বেনাপোল কাস্টমসে জমা দেওয়া হবে বলে তিনি জানান।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here