বেনাপোল পৌরসভার ৩নং ওয়ার্ড রেড জোন ঘোষিত

0
406

ষ্টাফ রিপোর্টার,বেনাপোলঃযশোরের শার্শা উপজেলার বেনাপোল পৌরসভার ৩নং ওয়ার্ড রেড জোন ঘোষিত হওয়ায় উপজেলা প্রশাসনের পক্ষ হতে এলাকাটি লক ডাউন করা হয়েছে।রবিবার রাত ৮.৩০ মিনিটে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার ভূমি ও নির্বাহী মেজিস্ট্রেট খোরশেদ আলমের উপস্থিতিতে শার্শা উপজেলা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা মোঃ ইউসুফ আলী ৩নং ওয়ার্ডে নতূন ৩ জন ও আগে ১ জন ব্যাক্তি করোনা পজেটিভ হওয়ায় সরকারী নির্দেশনা মোতাবেক এলাকাটিকে রেড জোন ঘোষনা করা হলো।

এ সময় উপস্থিত ছিলেন পৌর মেয়র আশরাফুল আলম লিটন,বাজার ব্যাবসায়ীক বৃন্দ ও গনমাধ্যম কর্মীরা।প্রত্যক্ষদর্শীরা জানান,বেনাপোল গ্রামের প্রবেশ পথটি বাস দিয়ে সম্পূর্ন রুপে বন্ধ করে দেওয়া হয়েছে।এবং শোনা যাচ্ছে যে,উপজেলা প্রশাসনের নির্দেশনা মোতাবেক ১৪ দিন ঐ রোডটি বন্ধ থাকবে যা জনসাধারনের জন্য দুশচিন্তার ও বটে।বেনাপোল ইউনিয়ন,বাহাদুরপুর ইউনিয়ন ও পাশ্ববর্তী লক্ষনপুর ইউনিয়নের গ্রাম গুলোর বাসিন্দা দের চলাচলের সহজ ও গুরুত্বপূর্ন সড়ক বাহাদুরপুর রোড যা বেনাপোল গ্রামের ও প্রবেশ দ্বার বটে। কয়েকদিন আগে উপজেলা প্রশাসনের পক্ষ হতে ২নং ওয়ার্ড দূর্গাপুর গ্রাম রোড জোন ঘোষনা করে কবি কাজী নজরুল ইসলাম সড়কটি বাঁশ দিয়ে ঘীরে বন্ধ করা হয়েছে যা উল্লেখিত ইউনিয়ন গুলোর বাসিন্দাদের চলাচলের বিকল্প পথ ছিলো।

ভূক্তভোগী গ্রাম গুলোর বাসিন্দাদের দাবী সরকারী নির্দেশনা মেনে লক ডাউন এলাকার সড়ক পথ ব্যাবহার না করে বিকল্প পথ দিয়ে চলাচল করতে হলে যানবাহন ভাড়া দ্বিগুন সহ অযাথা সময়ক্ষেপন হয়ে কর্মক্ষেত্রে বিলম্ব হবে।এ জন্য উপজেলা প্রশাসনের পক্ষ হতে করোনা শনাক্ত রোগীর বাড়ি ও তার সংশ্লিষ্ট পথ গুলো বন্ধ করা হোক।অপর দিকে কবি কাজী নজরুল ইসলাম সড়কের প্রশাসনের পক্ষ থেকে দেওয়া বাসের বেড়া রবিবার ভোর রাতে অঙ্গাতনামা ব্যাক্তিরা সরিয়ে ফেলে অবাধ যানচলাচলের ব্যাবস্থা করে।পরবর্তীতে বেনাপোল পোর্ট থানা পুলিশের সাহসী পদক্ষেপে রবিবার সন্ধ্যা রাতে তা আবার ঘীরে ফেলা হয়।

এ ব্যাপারে উপজেলা প্রশাসনের সহকারী কমিশনার (ভূমি)খোরশেদ আলম চৌধুরী সরেজমিন বার্তাকে জানান,সরকারী নির্দেশনা মোতাবেক স্বাস্থ্য অধিদপ্তরের পরামর্শে জেলা প্রশাসকের সার্বিক নজরদারীতে শার্শা উপজেলা প্রশাসনের ব্যাবস্থাপনায় রেড জোন ঘোষিত এলাকা গুলো লক ডাউন করা হচ্ছে।বেড়া খুলে দেওয়া অত্যান্ত দুঃখ জনক ও আইন অমান্যের শামীল এ গুলো যারা করছেন তাদের সর্তক হতে হবে।করোনার বিস্তার রোধ করতে উপজেলা প্রশাসন উপজেলা বাসীর মঙ্গল কামনায় কাজ করে চলেছেন তারা কোন মতেই জন দূর্ভোগ চাই না। উপজেলায় করোনা আক্রন্তের সংখ্যা বাড়ায় সকল কে ধের্য্য ধারন করে মহামারী করোনা ভাইরাসের মোকাবেলায় সরকার কে সহোযোগীতা করার আহবান জানিয়েছেন।