বেনাপোল বন্দরে ৩৮টি আমদানি পণ্যের স্ক্যানিং বাধ্যতামূলক

0
380

বেনাপোল থেকে আশানুর রহমান আশা : বেনাপোল বন্দরে ভারত থেকে আমদানি করা ৩৮টি পণ্যের বাধ্যতামূলক মোবাইল স্ক্যানিং করার ঘোষণা দিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ ।

বৃহস্পতিবার (২৭ জুন) বিকালে বেনাপোল কাষ্টমস কমিশনার মোহাম্মদ বেলাল হোসাইন চৌধুরী স্বাক্ষরিত এক চিঠিতে এ ঘোষনা দেন।

বেনাপোল কাস্টমস কমিশনার বেলাল হোসেন চৌধুরী স্বাক্ষরিত চিঠিটি বন্দর, কাস্টমস, সিঅ্যান্ডএফ এজেন্টসহ সকল দপ্তরে আজ (২৮ জুন) পাঠানোর নির্দেশ দিয়েছেন। পন্য স্ক্যানিংয়ের সময় আমদানি কারক প্রতিষ্ঠানকে নির্দিষ্টহারে অর্থও পরিশোধ করতে হবে।

বেনাপোল বন্দর পরিচালক (ট্রাফিক) আমিনুল ইসলাম ৩৮ টি ভারতীয় পন্যের মোবাইল স্ক্যানার এর বিষয়টি নিশ্চিত করেছেন।

কাস্টমস ও বন্দর সূত্রে জানা যায়, চিঠিতে উল্লেখিত পণ্যগুলোর চালানে বেশি অনিয়ম হয়। এছাড়াও এসব পণ্যে মিথ্যা ঘোষণায় শুল্ককর ফাঁকির ঘটনাও ঘটে। এসব পণ্যে মোবাইল স্ক্যানিং চালুর ফলে পণ্য পাচার রোধ হবে।

বেনাপোল সিএন্ডএফ এজেন্ট এসোসিয়েশনের সভাপতি মফিজুর রহমান সজন বলেন, বেশির ভাগ শিল্প কারখানার জরুরি কাঁচামাল এ বন্দর দিয়ে আমদানি হয়। ব্যবসায়ীরাও চায় এসব পণ্য আমদানিতে স্ক্যানিং চালু হোক। কিন্তু তাদের আশঙ্কা এ নিয়মের ফলে বাণিজ্যে ধীরগতি নামতে পারে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here