বেনাপোল সীমান্তে বাহাদুর মাঠ থেকে ২০ পিচ স্বর্নের বার উদ্ধার করেছে বিজিবি

0
511

আশানুর রহমান। বেনাপোল : বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা বেনাপোলের ধান্যখোলা সীমান্তের বাহাদুর পুর মাঠ দিয়ে ভারতে পাচারকালে ২০টি স্বর্নের বার উদ্ধার করেছে । তবে কাউকে আটক করতে পারেনি তারা। বিজিবি’র সদস্যরা জানায় উদ্ধারকৃত স্বর্নের মূল্য ৩৩লাখ ৭৫ হাজার টাকা । যশোর ৪৯ বিজিবি ব্যাটলিয়নের অধিনায়ক লেঃ কর্নেল আরিফুল হক সাংবাদিকদের জানান, বিজিবি’র টহলদল গোপন সংবাদে জানতে পারে শুক্রবার সকাল আনুমানিক ৮ টায় বিপুল পরিমান স্বর্ন নিয়ে এক চোরাকারবারী বেনাপোল ধান্যখোলা সীমন্ত দিয়ে ভারতে যাচ্ছে। এ ধরনের সংবাদে ধান্যখোলা বিজিবি সদস্যরা সীমান্ত বাহাদুর পুর মাঠ এলাকায় অভিযান চালায়। বিজিবির উপস্থিতি টের পেয়ে চোরাকারবারীরা পালিয়ে যায় । এসময় পরিত্যাক্ত অবস্থায় ২০ পিচ স্বর্নের বার উদ্ধার করে। জব্দকৃত স্বর্নের ওজন ৮শ ৭৫ গ্রাম। আটক স্বর্নগুলি বেনাপোল কাষ্টম হাউসে জমা দেয়া হয়েছে। এ ব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here