বেনাপোল সীমান্তে বিজিবি’র হাতে ফেন্সিডিল গরু ও ভারতীয় মালামালসহ গ্রেফতার-২

0
333

বিশেষ প্রতিনিধি : যশোরের বেনাপোল সীমান্তে বিজিবি’র টহলদল আলাদা অভিযান চালিয়ে ২’টি গরু, ৫২’বোতল ভারতীয় ফেন্সিডিল ও বিভিন্ন প্রকার ভারতীয় মালামাল উদ্ধার করেছে। এ সময় ভারতীয় পন্য নিজ হেফাজতে রাখার অভিযোগে দু’চোরাকারবারীকে আটক করেছে ।
২১’বিজিবি ব্যাটালিয়ন পরিচালক ইমরান উল্লাহ সরকার (পিবিজিএমএস) জানান, একটি গোপন সংবাদের ভিত্তিতে দৌলতপুর বিওপি’র একটি টহলদল কর্তৃক বেনাপোল পোর্ট থানাধীন দৌলতপুর গ্রামস্থ পুকুরপাড় নামক স্থানে সোমবার ভোরে ৬’জন চোরাকারবারীকে দেখতে পায়। বিজিবি টহল দলের উপস্থিতি বুঝতে পেরে চোরাকারবারীরা পালিয়ে যাওয়ার চেষ্টা করে। এসময় বিজিবি টহলদল বেনাপোলের ভবের বেড় (পশ্চিমপাড়া) গ্রামের হবি শেখের ছেলে আল আমিন শেখ (২৪) ও গাজীপুর গ্রামের মৃত. আকমানের ছেলে ইয়াছিন শেখকে (২০) আটক করে। পরে তাদের কাছ থেকে নগদ বাংলাদেশী ২১’হাজার টাকা, ২’টি মোবাইল এবং ৫২’বোতল ভারতীয় ফেন্সিডিল উদ্ধার করে। তবে এসময় অন্য ৪’চোরাকারবারীরা পালিয়ে যেতে সক্ষম হয়। পৃথক অভিযানে দৌলতপুর বিওপির অন্য একটি টহল দল কর্তৃক গাতিপাড়া নামক স্থান হতে ২’শ পিস পন্ডস ক্রীম, ৪’শ ২০’পিস কোলগেট পেষ্ট, ৮’শ ৭০’পিস ক্লোপ জি ক্রীম, ৫’শ ৯০’পিস দুলহান কেশ কালার, ১৯’শ ৫০’পিস নেহা মেহেদী আটক করে। এছাড়াও পুটখালী বিওপির টহল দল কর্তৃক সীমান্ত পিলার ১৭/৭ এস আর ১০৮ আর পিলার হতে ৭০০ মিটার এর মধ্যে অবস্থিত দক্ষিণ বারপোতা মাঠ হতে ২’টি ভারতীয় গরু আটক করে। অন্যদিকে গোগা বিওপির একটি টহল দল রুদ্রপুর বিলপাড়া কাঁচা রাস্তার উপর হতে ৯৫’কেজি ভারতীয় বিট লবন উদ্ধার করে। আটককৃত সকল মালামালের সিজার মূল্য ৬’লাখ টাকা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here