বেনাপোল সীমান্তে মাদক ও পরচুলা সহ আটক-২

0
235

রাশেদুজামান (রাসেল) বেনাপোল প্রতিনিধিঃ যশোরে বৃহত্তর স্থল বন্দর বেনাপোলের নানামুখি সীমান্তে বিজিবি কর্তৃক অভিযানে ১৯৭ বোতল ফেন্সিডিল, ৪৮ পিচ পরচুলা সহ দুইজনকে আটক করেছে বাংলাদেশ বর্ডার গার্ড (বিজিবি) সদস্যরা।

আটককৃত আসামী- মো: কুরবান আলী (২৬) সে যশোরের ঝিকরগাছা থানার হাড়িয়াদাড়া গ্রামের মৃত আতিয়ার রহমানের ছেলে। ও অপর ব্যক্তি বেনাপোল পোর্ট থানাধীন বড় আচড়া গ্রামের মৃত আতিয়ার মল্লিকের ছেলে দুধ মল্লিক (৪৫)।

২১ ব্যাটালিয়ন বিজিবি জানান, সোমবার (২২ জুলাই) রাতে গোপন সংবাদের ভিত্তিতে পোর্ট থানাধীন গাতীপাড়া নামক স্থানে অভিযান চালিয়ে ৪৮ পিচ পরচুলা সহ কুরবান আলী নামের এক ব্যক্তিকে আটক ও দৌলতপুর বিওপির একটি টহল দল রাত সাড়ে ৪ টার সময় দৌলতপুর গ্রামস্থ কলিমের পুকুর পাড় হতে ৬ বোতল ভারতীয় ফেন্সিডিলসহ দুধ মল্লিক নামের আরেক মাদক ব্যবসায়ীকে আটক করা হয়। এছাড়াও পুটখালী বিওপি’র আরও দুটি টহল দল রাত ৯ টা ও সাড়ে ১০ টায় গোপন সংবাদে অভিযান পরিচালনাকালে ১৯৭ বোতল ভারতীয় ফেন্সিডিল জব্দ করে। এ সময় বিজিবি’র উপস্থিতি টের পেয়ে মাদক ব্যবসায়ীরা পালিয়ে যায়।

২১ ব্যাটালিয়ন বিজিবি অধিনায়ক লে: কর্ণেল ইমরান উল্লাহ সরকার বলেন, আসামীদের বিরুদ্ধে মামলা দিয়ে উদ্ধারকৃত মাদক ও পরচুলাসহ তাদেরকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হবে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here