বেনাপোল সীমান্তে ১কোটি ৭৫ লাখ টাকার পণ্য জব্দ

0
272

রাশেদুজামান (রাসেল)বেনাপোলঃ যশোর-বেনাপোল মহাসড়কের আমড়াখালী এলাকা থেকে ১ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার টাকা মুল্যের একটি চোরাচালান পণ্য জব্দ করেছেন বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।

সোমবার (১৫এপ্রিল) বিকালে ৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা পণ্য জব্দের বিষয়টি নিশ্চিত করেন।

বিজিবি জানায়, গোপন খবরে জানতে পেরে, যশোর-বেনাপোল সড়কের আমড়াখালী বিজিবি চেকপোস্ট এলাকা থেকে তিনটি কার্ভার ভ্যান আটক করা হয়। পরে ওই কার্ভার ভ্যান তিনটি তল্লাশী করে আমদানী/রপ্তানীর নথি বহির্ভূত বিপুল পরিমান ভারতীয় ইমিটেশন পাওয়া যায়। এর আগে বিজিবির উপস্থিতি টের পেয়ে পালিয়ে পাচারকারীরা যায়। পণ্য চালানটি অবৈধ হওয়ায় তা আটক দেখানো হয়েছে। জব্দকৃত পণ্যের মধ্যে রয়েছে আংটি, লকেট, বালা, নুপুর, টিকলী, শাখা চুড়ি শংখ ও পিতলের থালা। যার আনুমানিক বাজার মূল্য ১ কোটি ৭৫ লাখ ৮৫ হাজার টাকা বলে জানায় বিজিবি।
৪৯ ব্যাটালিয়ন বিজিবির অধিনায়ক লেঃ কর্ণেল সেলিম রেজা বলেন, জব্দকৃত পণ্য বেনাপোল কাষ্টমস এ জমা করার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে বলে জানান বিজিবির ওই কর্মকর্তা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here