বেনাপোল সীমান্তে ১০ লাখ টাকার ভারতীয় ইনজেকশনসহ আটক-১

0
297

আরিফুজ্জমান আরিফ : বেনাপোল সীমান্ত থেকে ৩৪৭ পিস বিভিন্ন প্রকার ভারতীয়  ইনজেকশনসহ জাহিদ হাসান (১৯) নামে এক পাচারকারীকে আটক করেছে বডারগার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যরা। 
শুক্রবার (২৯ মার্চ) সকালে তাকে আটক করা হয়।
আটক জাহিদ মহিষাডাঙ্গা গ্রামের আলী হোসেনের ছেলে। 
বিজিবি সদস্যরা জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, শিকড়ি চারা বটতলা মাঠের মধ্যে বিপুল পরিমাণ ভারতীয় আমদানী নিষিদ্ধ ইনজেকশন নিয়ে   পাচারকারীরা অবস্থান করছে। এসংবাদে বিজিবির টহল দল সেখানে অভিযান চালিয়ে বিভিন্ন প্রকার ৩৪৭ পিস ভারতীয় ইনজেকশনসহ জাহিদকে আটক করে। 
যার আনুমানিক মূল্য ১০ লাখ টাকা বলে জানা যায়।
২১ বিজিবি ব্যাটলিয়ান পরিচালক ইমরান উল্লাহ সরকার আটকের বিষয়টি নিশ্চিত করে বলেন,এব্যাপারে বেনাপোল পোর্ট থানায় মামলা প্রস্তুতি চলছে।Attachments area

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here