বেনাপোল সীমান্তে ২৪ লাখ টাকার চোরাচালান পণ্যসহ আটক-১

0
378

আরিফুজ্জামান আরিফ।। যশোরের বেনাপোল সীমান্তে ২৪ লাখ টাকা মূল্যের এক ট্রাক ভারতীয় চোরাচালান পণ্যসহ আলামিন নামে এক যুবককে আটক করেছে র‌্যাপিড এ্যাকশন ব্যাটলিয়ন (র‌্যাব-৬) সদস্যরা।

আলামিন যশোরের ঝিকরগাছা উপজেলার নবিনগর গ্রামের রবিউল ইসলামের ছেলে।

আটক পণ্যের মধ্যে রয়েছে, ভারতীয় শাড়ি, থ্রি পিস, প্যান্ট পিস, ময়ুরের পাখা, আতশ বাজি ও শুঁটকি মাছ।

র‌্যাব জানায়, গোপন সংবাদের ভিত্তিতে
রোববার বিকালে বেনাপোল পোর্ট থানাধীন যশোর-বেনাপোল সড়কের কাগজপুর এলাকায় বাবুল আক্তার এর বাগান বাড়ির সামনে অভিযান চালিয়ে একটি ট্রাকসহ আলামিনকে আটক করে। পরে ওই ট্রাক থেকে বিপুল পরিমাণে ভারতীয়
চোরাচালান পণ্য উদ্ধার করা হয়। যার আনুমানিক বাজার মূল্য ২৪ লাখ টাকা।

যশোর র‌্যাব ৬ ক্যাম্পের কোম্পানি কমান্ডার অতিরিক্ত পুলিশ সুপার মুহাম্মদ ছুরত আলম বিষয়টি নিশ্চিত করে জানান, আটককৃত আসামির বিরুদ্ধে বেনাপোল পোর্ট থানায় আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here