বেনাপোল সীমান্তে ৩২ পিস স্বর্নের বারসহ ভারতীয় নাগরিক আটক

0
443

আশানুর রহমান আশা, বেনাপোল : ভারতে পাচারের সময় বেনাপোল সীমান্ত থেকে ৩২ পিস (তিন কেজি ৪শ” গ্রাম) স্বর্নের বারসহ মিঠু তরফদার নামে ভারতীয় এক নাগরিককে আটক করেছে বর্ডার গার্ড বাংলাদেশ (বিজিবি) সদস্যরা।
মঙ্গলবার সকালে বেনাপোল সীমান্তবর্তী গ্রাম শিকারপুর মাঠ থেকে তাকে আটক করা হয়।
আটক মিঠু ভারতের উত্তর ২৪ পরগুনা জেলার মোস্তফাপুর গ্রামের হযরত আলীর ছেলে।
বিজিবি জানায়, গোপন সংবাদের ভিত্তিতে জানা যায়, বেনাপোল সীমান্তপথে স্বর্নের একটি চালান ভারতে পাচার হচ্ছে। এমন সময় বিজিবি সদস্যরা সেখানে অভিযান চালিয়ে এক পাচারকারীকে আটক করে।
পরে তার শরীর তল্লাশি করে বিশেষ কায়দায় কোমরের গামছায় মোড়ানো ৩২ পিস স্বর্নের বার উদ্ধার করা হয়।
৪৯ বিজিবি ব্যাটালিয়নের ভারপ্রাপ্ত অধিনায়ক মেজর নজরুল জানান, উদ্ধারকৃত স্বর্নের বারসহ পাচারকারীকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here