বেনাপোল সীমান্তে ৩৬ কোটি টাকার ৬ শ ২৪ পিচ সোনার বার ও একটি রামদাসহ এক পাচারকারীকে আটক”

0
533

আরিফুজ্জামান আরিফ : বেনাপোল সীমান্ত এলাকা থেকে প্রায় ছত্রিশ কোটি টাকার ৬ শ ২৪ পিচ সোনার বার ও একটি ধারালো রামদাসহ মহিউদ্দিন (৩৫) নামের এক পাচারকারীকে আটক করা হয়েছে।

বৃহস্পতিবার রাত সাড়ে এগারাটায় বেনাপোল সীমান্তের নারিকেল বাড়িয়া এলাকা থেকে তাকে এ বিপুল পরিমান সোনার বারসহ আটক করে ৪৯ বর্ডার গার্ড অব বাংলাদেশের (বিজিবি) সদস্যরা।
আটক মহিউদ্দিন যশোরের শার্শা উপজেলার শিকারপুর গ্রামের তোজাম্মেল হোসেনের ছেলে।
৪৯ বর্ডার গার্ড ব্যাটালিয়নের অধিনায়ক লেঃ কর্ণেল মোহাম্মদ আরিফুল হক জানান, গোপন সংবাদের ভিত্তিতে বৃহস্পতিবার রাত সাড়ে এগারোটায় বেনাপোলের শিকারপুর বিওপিতে কর্মরত হাবিলদার মুকুল হোসেন প্রামানিকের নেতৃত্বে একটি অভিযান পরিচালনা করা হয়। অভিযানে মেইন পিলার ২৯ হতে ৩০০ গজ বাংলাদেশের অভ্যন্তরে নারিকেল বাড়িয়া নামক স্থানে বাংলাদেশ হতে ভারতে পাচারের সময়ে ৭২.৭৫৯ কেজি স্বর্ণ (৬ শ ২৪ টি বার) এবং ০১ টি রামদাসহ মহি উদ্দিন নামের ওই পাচারকারীকে আটক করা হয়।

তিনি আরও জানান, উদ্ধারকৃত সোনার বারগুলোর আনুমানিক মূল্য ৩৫ পঁয়ত্রিশ কোটি ৭৭ লক্ষ টাকা।
আটককৃত আসামীকে সোনা ও রামদাসহ বেনাপোল পোর্ট থানায় জমা করার কার্যক্রম চলছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here