বেনাপোল সীমান্তে ৫ পিস সোনার বারসহ পাচারকারী আটক

0
340

আশানুররহমান আশা বেনাপোল : যশোরের বেনাপোল পোর্ট থানার রঘুনাথপুর ক্যাম্পের বিজিবি সদস্যরা অভিযান চালিয়ে ৫০০ গ্রাম ওজনের ৫ পিস সোনার বারসহ শফিকুল ইসলাম (২৭) নামে এক পাচারকারীকে আটক করেছে। সে পুটখালী গ্রামের নুর ইসলামের ছেলে।
শুক্রবার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২ টার সময় বারোপোতা গ্রামের পাকা রাস্তার উপর থেকে শফিকুলকে আটক করে বিজিবি সদস্যরা। রঘুনাথপুর বিজিবি ক্যাম্পের কমান্ডার হাবিলদার আব্দুল মতিন জানান, গোপন সংবাদের ভিত্তিতে জানতে পারি এজন স্বর্ন পাচারকারী বিপুল পরিমান সোনার একটি চালান নিয়ে পুটখালী সীমান্ত দিয়ে ভারতে যাবে।এ ধরনের সংবাদের ভিত্তিতে রঘুনাথপুর ক্যাম্প কমান্ডার সঙ্গীয় ফোর্স নিয়ে বেনাপোল পোর্ট থানার বারোপোতা গ্রামের পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে ৫ টি স্বর্ণের বারসহ শফিকুল কে আটক করে। ৪৯ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল আরিফুল হক, শফিকুল ইসলাম নামে একজন স্বর্ন পাচারকারী আটকের বিষয়টি নিশ্চিত করে জানান, উদ্ধারকৃত সোনাসহ আটককৃতকে বেনাপোল পোর্ট থানায় সোপর্দ করা হয়েছে ।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here