বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণার পণ্য চালান আটক

0
451

আশানুর রহমান আশা, বেনাপোল: বেনাপোল স্থলবন্দরে মিথ্যা ঘোষণায় আমদানিকৃত অবৈধ একটি পণ্য চালান আটক করেছে কাস্টমস সদস্যরা।
বুধবার (২৪ এপ্রিল) সন্ধ্যায় বন্দরের একটি পণ্যাগারের সামনে থেকে বেনাপোল কাস্টম হাউসের সদস্যরা এ পণ্য চালানটি জব্দ করে।
কাস্টমস জানায়, পণ্য চালানটি ভারত থেকে আমদানির সময় প্যাকিং লিস্টে ২৫ কাটুনে মাত্র ৫০০ কেজি ফুড ফ্লেভার উল্লেখ করা হয়। কিন্তু পণ্য চালানটি আটকের পর দেখা যায় ঐ ট্রাকটিতে ২০০ কেজি কেমিক্যালসহ বিপুল পরিমাণ রেডিমেট গার্মেন্টস, শাড়ি, থ্রিপিচসহ আমদানি নি‌ষিদ্ধ সি‌রিঞ্জ রয়েছে। যা থেকে বিপুল পরিমাণ রাজস্ব ফাঁকি দেওয়া হ‌চ্ছিল। পণ্য চালাানটির সি অ্যান্ড এফ এজেন্ট ছিলেন বেনাপোলের মেসার্স আহাদ এন্টার প্রাইজ। এ বিষয়ে কাস্টমস আইনে মামলা হয়েছে।

বেনাপোল কাস্টম হাউসের উপ কমিশনার মোহাম্মদ জাকির হোসেন জানান, আমদানিকারক ভারত থেকে মিথ্যা ঘোষণায় একটি পণ্য চালান বেনাপোল বন্দরে নিয়ে এসেছে। এমন সংবাদে কাস্টম কর্মকর্তারা অভিযান চালিয়ে বন্দরের একটি পণ্যাগারের সামনে থেকে ট্রাকটি আটক করে। পরে ট্রাকটি থেকে ঘোষণার বহির্ভূত এসব পণ্য পাওয়া যায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here