বেলজিয়ামের উড়ন্ত সূচনা

0
723

ক্রীড়া ডেস্ক : বেলজিয়ামের বিপক্ষেও বেশ শক্ত রক্ষণভাগ নিয়ে প্রায় আটকে ফেলেছিল পানামা কিন্তু শেষ রক্ষা হয়নি নবাগত দলটির। মার্টেনসের অসাধারণ গোল এবং রোমেলু লুকাকুর জোড়া গোলে পানামাকে ৩-০ গোলে হারিয়ে বিশ্বকাপে উড়ন্ত সূচনা করলো বেলজিয়াম।

শুরুতে রক্ষণ সামলে মাঝেমধ্যে আক্রমণে যায় বেলজিয়ানরা। এভাবেই প্রতিপক্ষের রক্ষণে একাধিক আঘাত হানেন তারা। তবে গোলের দেখা মেলেনি। ফলে গোলশূন্য ড্র নিয়ে বিরতিতে যেতে হয় তাদের।

দ্বিতীয়ার্ধে আক্রমণের ধার বাড়ায় বেলজিয়াম। অবশেষে গোলের আক্ষেপও ঘুচে দলটির। ৪৭ মিনিটে দুর্দান্ত ভলি থেকে ড্রেইস মার্টেন্স পানামার জালে বল ঠেলে দলকে ১-০তে এগিয়ে দেন। ফলে দারুণ আত্মবিশ্বাসী হয়ে ওঠে বেলজিয়াম। একের পর এক সুসংগঠিত আক্রমণ দাগায় দলটি। এরপর ৬৯ মিনিটে কেভিন ডি ব্রুইনার অ্যাসিস্ট থেকে অসাধারণ হেডে নিশানাভেদ করেন রোমেলু লুকাকু।

গোল পেয়ে আরও ত্রাস হয়ে ওঠেন এ গোলমেশিন। তার ওপর কড়া নজরদারি রাখেন পানামা রক্ষণসেনারা। তবু পেরে ওঠেননি তারা। ৭৫ মিনিটে তাদের ফাঁক গলে ঠিকানায় বল পাঠান তিনি। এবার সহায়তা করেন বেলজিয়ামের প্রথমবারের মতো বিশ্ব শিরোপা জয়ের অন্যতম কাণ্ডারি এডেন হ্যাজার্ড।

পিছিয়ে পড়ে ব্যবধান কমাতে বারবারই আক্রমণের পসরা সাজিয়ে বেলজিয়াম সীমানায় তোপ চালিয়েছে পানামা। কিন্তু লাভ হয়নি। বেলজিয়ামের গড়া সুরক্ষিত রক্ষণে তাদের প্রতিটি আক্রমণই প্রতিহত হলে হারের গ্লানি নিয়ে মাঠ ছাড়তে হয়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here