বোরোইরির সোনালী স্বপ্নে ব্লাস্টের হাতছানি

0
972

এম আর মাসুদ : আবহাওয়া অনুকূলে থাকলে আর ১০-১২ দিন পরই কৃষক বুকভরা আশা নিয়ে কাস্তে দিবেন বোরোইরি ধান ক্ষেতে। দিগন্তজোড়া মাঠে হিমেল হাওয়ায় দোল খাচ্ছে ধানের সোনালী শিষের সাথে কৃষকের রঙিন স্বপ্ন। ঠিক এসময় ছত্রাক জনিত ব্লাস্টে আক্রান্তের খবরে কৃষক দিশেহারা হয়ে পড়েছেন। ইতোমধ্যে যশোরের ঝিকরগাছায় দুই হেক্টর জমির ধানক্ষেতে ছত্রাকজনিত এই ব্লাস্টরোগে আক্রান্ত হওয়ায় খবর পাওয়া গেছে। শত চেষ্টা করেও প্রতিকার না মেলায় কৃষক সর্বশান্ত হওয়ার সম্ভাবনা। এদিকে পরিস্থিতি সামাল দিতে উপজেলা কৃষি অধিদপ্তর আক্রান্ত এলাকায় যাবতীয় ব্যবস্থা গ্রহন করেছে।
চলতি ইরিবোরো মৌসুমে ঝিকরগাছায় চাষের লক্ষ্যমাত্রা ধরা হয়েছিল ১৬ হাজার ৮০০ হেক্টর জমি। চাষ হয়েছে ১৯ হাজার ৬০০ হেক্টর জমিতে। যার মধ্যে উচ্চ ফলনশীল (উফশী) ১৮ হাজার ৪২০ হেক্টর ও হাইব্রিড চাষ হয়ে এক হাজার ১৮০ হেক্টর জমিতে। উপজেলার দুটি অঞ্চলের ধানক্ষেত ছত্রাকজনিত ব্লাস্টরোগে আক্রান্ত হয়েছে। আক্রান্ত এইসব ধানক্ষেতের মধ্যে বাংলাদেশ কৃষি উন্নয়ন কর্পোরেশনের (বিএডিসি) ভিত্তি ব্রিধান-২৮ জাতের ধানক্ষেত এই রোগে আক্রান্ত হয়েছে। উপজেলার বল্লা গ্রামের কৃষক জাকির হোসেন (খোকন ডাক্তার) জানান, তিনি ২ বিঘা ১৫ শতক জমিতে বিএডিসির ভিত্তি ব্রিধান-২৮ জাতের ধান রোপন করেছিলেন। রোপনের ২ মাসের মধ্যে ধান গাছ দেড় থেকে দুই ফুট লম্বা, মোটা ও গাড় সবুজ বর্ণ ধারণ করলেও গত ২-৩ দিনের মধ্যে গাছের সমস্ত ধান সোনালী বর্ণ ধারণ করেছে। দেখলে মনে হচ্ছে ধান পেকে গেছে। ধান গাছের গিরা নষ্ট ও কালো হয়ে গেছে। প্রতিকার পেতে তিনি সিনজেনটার কোম্পানীর সিলিয়া নামক ওষুধ ছিটানোর পরও কোন ফল হয়নি। একই গ্রামের কৃষক জুলফিকার আলী জুলু, টুটুল হোসেন, মহসিন আলম মুক্তি, আসাদুল ইসলাম আশা, শফিকুল ইসলাম, আব্বাস আলী, আলমগীর হোসেন, আব্দুল মাজিদ, বাবু ড্রাইভার, আলীবদ্দীন খা, খলিলুর রহমান, জামাল হোসেন, কওসার আলী মহুরি, নজরুল মল্লিক ও হাজিরালী গ্রামের শহিদুল ইসলামের ধানক্ষেত ব্লাস্টরোগে আক্রান্ত হয়েছে। এরা সকলেই বিএডিসির ভিত্তি ব্রিধান-২৮ জাতের ধান রোপন করেছিলেন। এবিষয়ে উপজেলা কৃষি কর্মকর্তা দীপঙ্কর দাশ জানিয়েছেন, এটা ছত্রাকজনিত রোগ। সময় মত ছত্রাক মুক্ত করার কারণে অন্যান্য জায়গার চেয়ে ঝিকরগাছাতে আক্রান্তের সংখ্যা কম। বিষয়টি নিয়ে কৃষি কর্মকর্তারা সচেতনতামূলক কর্মকান্ড চালিয়ে যাচ্ছেন বলে তিনি দাবি করেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here