ব্যবসায়ীদের কারসাজিতে বেনাপোল বাজারে অধীক মুল্য দিয়েও মিলছে না লবন

0
673

রাশেদুজামান রাসেলঃ সারাদেশে যখন পেঁয়াজের দাম নিয়ে অস্থিরতা চলছে তার রেশ কাটতে না কাটতেই এবার লবণের দাম বৃদ্ধির গুজবে বেনাপোল বাজার থেকে উধাও হয়ে গেছে লবন। এ সুযোগে অনেক অসাধু ব্যবসায়ী লবণের গায়ের মূল্যের চেয়ে বেশি দামে বিক্রী করছে লবণ। তবে বেশির ভাগ দোকানেই মিলছে না লবন।

মঙ্গলবার বিকেলে শহরের বিভিন্ন ভোগ্যপণ্যের দোকান ঘুরে দেখা গেছে, প্রায় দোকানেই লবণ সংকট। খুচরা ব্যবসায়ীরা বলছেন লবনের ডিলাররা লবন নেই বলে বিক্রী বন্ধ করে দিয়েছে। আর পাইকাররা বলছেন অতিরিক্ত চাহিদার জন্য লবন শেষ হয়ে গেছে। তবে শহরের বেশির ভাগ লবনের ডিলার তাদের ব্যবসায়ী প্রতিষ্ঠান বন্ধ করে দিয়েছে।
এদিকে আজ সন্ধ্যা সাতটার দিকে লবন নিয়ন্ত্রণে আনতে বেনাপোল পোর্ট থানার টহল পুলিশ শহরের বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে বেশি দামে লবন বিক্রয় কালে তিন বস্তা লবন জব্দ করেন।
এ রিপোর্ট লেখা পযন্ত বেনাপোল শহরের প্রতিটি মুদি দোকানে নারী পুরুষের ঈদের বাজারের মতো সমাগম দেখতে পাওয়া যায় এবং অনেকে লবন কিনতে না পেরে হতাশ হয়ে বাড়িতে ফিরতে শুরু করেছে।