ভক্তদের ফুলের শুভেচ্ছায় চীর বিদায় নিলেন ওস্তাদ ক্ষ্যাত ইমদাদুল হক সাচ্চু

0
529

ডি এইচ দিলসান : লিভার ক্যান্সারের সাথে পাঞ্জা লড়ে অবশেষে মৃত্যুকে আলিঙ্গন করে যশোরের ক্রীড়াঙ্গনের সবাইকে কাদিয়ে না ফেরার দেশে পাড়ি জমালেন ওস্তাদ ক্ষ্যাত ইমদাদুল হক সাচ্চু। ইন্না লিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন। গত ২৮ জুন মস্তিস্কের রক্তক্ষরণজনিত কারণে তিনি গুরুতরতর অসুস্থ হয়ে পড়েন। এর পর পরিবারের লোকজন তাকে যশোর জেনারেল হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে ভর্তি করেন। শারীরিক অবস্থার অবনতি হলে গত সপ্তাহে তাকে খুলনা শেখ আবু নাসে নাসের ক্যানসার হাসপাতালে নিয়ে যাওয়া হয়। আজ বুধবার সকাল সোয়া সাতটার দিকে চিকিৎসাধীন অবস্থায় খুলনার আবু নাসের বিশেষায়িত হাসপাতালে মারা যান ফুটবল কোচ ইমদাদুল হক সাচ্চু। মৃত্যুকালে মরহুমের বয়স হয়েছিলো ৭৩ বছর। তিনি যশোর শহরের রেল রোডের মৃত মতলেব হোসেনের ছেলে। তার ভাই সাবেক আওয়ামী লীগ নেতা মরহুম অ্যাডভোকেট মনোয়ার হোসেন। সাচ্চু স্ত্রী, এক ছেলে ও এক মেয়েসহ, আত্মীয়-স্বজন এবং হাজারো শিষ্য রেখে গেছেন।
বাদ আছর যশোর কেন্দ্রীয় ঈদগাহে মরহুম সাচ্চুর নামাজে জানাজা অনুষ্ঠিত হয়। জানাজা নামাজে উপস্থিত ছিলেন যশোরের সাবেক সংসদ সদস্য খালেদুর রহমান টিটো, যশোর পৌরসভার মেয়র জহিরুল ইসলাম চাকলাদার রেন্টু, সাবেক জাতীয় দলের ফুটবলার সৈয়দ মাসুক মোহাম্মাদ সাথি, জামাল হোসেন এবং মাসুদুর রহমান টনি যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক মুহাম্মাদ শফিকুজ্জামান, যশোর জেলা ক্রীড়া সংস্থার সদস্য বিদায়ী যুগ্ম সম্পাদক আকছাদ সিদ্দিকী শৈবাল, এবিএম অাখতারুজ্জামান, সদস্য সোহেল মাসুদ হাসান টিটো, সুমনসহ জেলা ক্রীড়া সংস্থার সকল সদস্য ও জেলার সর্বস্তরের মানুষ।
এর পর মরহুমের শেষ ইচ্ছা অনুয়ায়ী তাকে নিয়ে যাওয়া হয় যশোর শামস-উল-হুদা স্টেডিয়ামে। সেখানে তার হাজারও শিষ্যসহ যশোরের ক্রীড়া ব্যাক্তিত্ব, সামাজিক, সাংস্কৃতিক ও রাজনৈতিক ব্যাক্তিরা ফুলের শুভেচ্ছায় শেষ বিদায় জানান। এর মধ্যে অন্যতম হলো যশোর জেলা ক্রীড়া সংস্থা, যশোর পৌরসভা, যশোর মহিলা ফুটবল টিম, যশোর জেলা ফুটবল খেলোয়াড় কল্যান সমিতি, যশোর স্পোর্টস জার্নালিস্ট এ্যাস:, ক্রীড়া লেখক সমিতি যশোর শাখা, সৌখিন ক্রীড়া চক্র, জয়তী সোসাইটি, ফুটবল রেফারি সমিতি, বিপ্লব শহীদ ক্রীড়া সংসদ, অনির্বান ক্রীড়া সংসদসহ অনেক সংগঠন।
এর পর কারবালা কবরস্থানে মরহুমের দাফন করা হয়।
উল্লেখ্য ১৯৬৩ সালে সালেহ আহমেদের অনুপ্রেরণায় ফুটবল অঙ্গণে আসেন এমদাদুল হক সাচ্চু। তিনি খুলনা বিভাগীয় পর্যায়ের একজন ভাল এ্যাথলেটার ছিলেন। এরপর ফুটবলের সাথে জড়িয়ে পড়েন। ইস্ট বেঙ্গল দলের সক্রিয় ফুটবলার হয়ে ওঠেন। ১৯৬৪ থেকে ১৯৬৬ এ ৩ বছর ইস্ট বেঙ্গল ক্লাবের অধিনায়কের দায়িত্ব পালন করেন তিনি। ১৯৬৯ সালে ১ বছরের জন্য তিনি সিএন্ডবি দলের হয়ে খেলেছেন। পরবর্তী ৩ বছর যশোর টাউন ক্লাবের হয়ে খেলে সফলতা অর্জন করেন। এরপর তিনি খেলা ছেড়ে প্রশিক্ষক প্রশিক্ষণ নেন। ১৯৮৩ সালে ঢাকায় এ প্রশিক্ষণ সম্পন্ন করেন এমদাদুল হক সাচ্চু। জাতীয় ক্রীড়া নিয়ন্ত্রণ বোর্ডের ব্যবস্থাপনায় এ কোর্স অনুষ্ঠিত হয়। শামস-উল-হুদা ও কামাল উদ্দিন হাফেজের সহযোগিতায় এ কোর্স করেন সাচ্চু। ট্রেনিং শেষ করে যশোর হাশিমপুর মাধ্যমিক বিদ্যালয়ের শিক্ষার্থীদের নিয়ে কোচিং জীবন শুরু করেন। প্রথম বছরেই এ বিদ্যালয় থেকে যশোর জেলা দলে সুযোগ পান অনেকে। তার মধ্যে ছিলেন জিল্লুর রহমান, রাজা, সাইদ ও হক। ১৯৯১ সালে খুলনা বিভাগীয় ফুটবল দলের কোচের দায়িত্ব পান এমদাদুল হক সাচ্চু। বিভাগীয় পর্যায়ের ফুটবল প্রতিযোগিতায় তার দল সেমিফাইনালে খেলে। ওই বছর তার ছাত্র হালিম রেজা, জয়নাল আবেদীন, মান্না দে লিটু ও হারান চন্দ্র দে খুলনা বিভাগীয় ফুটবল দলে সুযোগ পান। যশোর ইনস্টিটিউট দলকে ৩ মাসের ট্রেনিং করান তিনি। সে বছরই যশোর ইনস্টিটিউট দল খুলনা বিভাগীয় চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করে। ৩৩ জন খেলোয়াড় নিয়ে তিনি পুনরায় ফুটবল প্রশিক্ষণ শুরু করেন। সে বছরই ১১ জন খেলোয়াড় সুযোগ পান যশোর জেলা দলে। যার ফলশ্রুতিতে টাউন ক্লাব পরপর ২ বছর জেলা পর্যায়ে চ্যাম্পিয়ন হয়েছিল। এর পর এমদাদুল হক সাচ্চু মেয়েদের (প্রমীলা) ফুটবল প্রশিক্ষণ শুরু করান। সোনিয়াকে নিয়ে শুরু করে অসংখ্য মেয়ে ফুটবলার তার কাছে প্রশিক্ষণ নিয়ে হয়েছেন নামকরা ফুটবলার। ২০১০ সালে তার প্রশিক্ষণ প্রাপ্ত ৯ মেয়ে বাংলাদেশ অনূর্ধ্ব ১৯ দলে সুযোগ পায়। চলতি বছরে ৯ জন মেয়ে মালয়েশিয়ায় খেলার সুযোগ পেয়েছে। সারা বাংলাদেশে মাত্র ৬ জন মেয়ে আমেরিকায় ফুটবলের উন্নত প্রশিক্ষণের সুযোগ পেয়েছিল। এর মধ্যে তার ৩ জন প্রশিক্ষণার্থী ছিল। তারা হচ্ছেন বেলি, খালেদা ও লিমা। শ্রীলংকায় অনুষ্ঠিত এএফসি গার্লস ফুটবল টুর্নামেন্টে বাংলাদেশ অনূর্ধ্ব-১৪ দলের কোচ ও চিফ ম্যানেজারের দায়িত্ব পালন করেন সাচ্চু। এ প্রতিযোগিতায় তৃতীয় হয়েছিল বাংলাদেশ দল। তাছাড়া এএফসি ফেয়ার প্লে ট্রফি পায় তার দল। তার ৭ ছাত্রী সাবিনা, খালেদা, বেলি, মলি, সবুরা, সাজেদা ও শারমিন ভারতে গিয়ে প্রীতি ম্যাচ খেলে। তাছাড়া ৭ জন মেয়ে এসএ গেমসে খেলার সুযোগ পেয়েছিল। শুধু তাই নয় তার ছাত্র বাংলাদেশ জাতীয় দলের হয়েও খেলেছেন। এর মধ্যে কাজী জামাল হোসেন, মাসুদুর রহমান টনি উল্লেখযোগ্য।
এ দিকে এই কারিগরের রুহের মাগফিরাত কামনা করে বিবৃতি দিয়েছেন যশোর জেলা ক্রীড়া সংস্থার সাবেক সাধারণ সম্পাদক বীর মুক্তিযোদ্ধা ইয়াকুব কবির, যুগ্ম সম্পাদক এবিএম আখতারুজ্জামান, সেীখিন ক্রীড়া চক্রের উপদেষ্টা সাবেক পৌর মেয়র মারুফুল ইসলামসহ, দৈনিক কল্যান পরিবারের পক্ষ থেকে একরাম-উদ-দৌলা, আব্দুল ওহাব মুকুল, ম্যাগপাই নিউজের পক্ষ থেকে ডি এইচ দিলসানসহ আরো অনেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here