ভারতকে যুদ্ধের হুঙ্কার দিয়ে সীমান্তে পৌঁছে গেছে চীনা সেনারা

0
348

ম্যাগপাই নিউজ ডিস্ক: ভারতকে যুদ্ধের হুঙ্কার দিয়ে একেবারে সীমান্ত ঘেঁষে মহড়া শুরু করেছে চীন। আর তা নিয়েই ক্রমশ উত্তেজনা বাড়ছে ভারত-চীনের মধ্যে। শুধু তাই নয়, এবার আরো এক ধাপ এগিয়ে উত্তর তিব্বতে বিভিন্ন সামরিক সরঞ্জামসহ চীনা সেনা পৌঁছে গেল। সূত্রের দাবি, জুনের শেষের দিকে চীনা সেনাদের উপস্থিতি লক্ষ্য করা যায় তিব্বতে। উত্তর তিব্বতের কুনলুন পর্বত এলাকায় এই সামরিক সরঞ্জামগুলি জমা করা হয়েছে। হঠাৎ করে ভারত-চীনের মধ্যে যখন উত্তেজনা তুঙ্গে তখন হঠাৎ করে কেন এত সেনা মোতায়েন? তা নিয়ে শুরু হয়েছে ধন্দ। অনেকের মতে, তাহলে কি যুদ্ধের ইঙ্গিত দিচ্ছে চীন!

কলকাতা টুয়েন্টিফোর’র খবরে বলা হয়েছে, সামরিক সমস্ত সরঞ্জাম সড়ক ও রেলপথে ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ডের তত্ত্বাবোধানে সরানো হয়েছে। মূলত চীনা সেনার ওয়েস্টার্ন থিয়েটার কম্যান্ড সেনাবাহিনীর অন্য ব্রিগেডের সঙ্গে হাত মিলিয়ে ভারত-চীন সীমান্তে নজরদারির দায়িত্বে রয়েছে। এছাড়া ঝিনজিয়াং এবং তিব্বত এলাকার ওপর নজরাদারি চালানোর দায়িত্বও রয়েছে চীনা সেনাবাহিনীর এই ব্রিগেডের ওপর। তবে গত কয়েকদিন তিব্বতে যে লাইভ-ফায়ার ড্রিলটি অনুশীলন করেছিল চীনা সেনা, তার সঙ্গে সরঞ্জাম সেখানে নিয়ে যাওয়ার কোন যোগ রয়েছে কিনা সেবিষয়ে কিছু উল্লেখ নেই রিপোর্টে। যদিও ডোকালাম পরিস্থিতির জন্যে ভারতকেই সম্পূর্ণ দায়ি করছে চীন। সেখানে ভারতীয় সেনাবাহিনীর অনুপ্রবেশ রুখতেও হুঁশিয়ারি দেওয়া হয়েছে চীনের পক্ষ থেকে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here