ভারতে একদিনে আক্রান্ত ৬০৮৮, মৃত ১৪৮

0
287

অনলাইন ডেস্ক : ভারতে গত ২৪ ঘণ্টায় করোনাভাইরাসে আক্রান্তের হয়েছে ৬,০৮৮ জন। এখনও পর্যন্ত দেশটিতে এটিই একদিনে আক্রান্তের সর্বোচ্চ সংখ্যা। কেন্দ্রীয় স্বাস্থ্য মন্ত্রণালয়ের বরাত দিয়ে এ খবর জানিয়েছে স্থানীয় সংবাদ মাধ্যম এনডিটিভি।
একই সময়ে সেখানে মোট মারা গেছে ১৪৮ জন। ফলে ভারতে মোট করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে দাঁড়িয়েছে ১ লাখ ১৮ হাজারের বেশি মানুষ। সেখানে মোট মৃত ৩ হাজার ৫৮৩ জন। ভারতে বর্তমানে অ্যাক্টিভ কেসের সংখ্যা ৬৬ হাজার ৩৩০ জন।

ইতিমধ্যে ৪৮ হাজার ৫৩৪ জনকে করোনা থেকে সুস্থ করে তোলা সম্ভব হয়েছে। সেখানে আরোগ্যলাভের হার ৪০.৯৭ শতাংশ।

ভারতে সবচেয়ে বেশি করোনায় আক্রান্ত হয়েছে মহারাষ্ট্রের মানুষ। গত ২৪ ঘণ্টায় সেখানে আক্রান্তের সংখ্যা ২,৩৪৫ জন। ফলে সে রাজ্যে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে ৪১ হাজার ৬৪২ জনে গিয়ে দাঁড়িয়েছে। সুস্থ হয়েছেন ১০,৩১৮ জন। মৃত্যুর সংখ্যার দিক দিয়েও শীর্ষ রয়েছে মহারাষ্ট্র, মৃত্যু ১৩৯০ জন।

মহারাষ্ট্রের পরেই রয়েছে প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদির রাজ্য গুজরাট। সেখানে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ৭৪৯ জনের। সক্রিয় করোনা রোগীর সংখ্যা ৬,৫৬৯। সুস্থ হয়েছেন ৫,২১৯ জন।

মধ্যপ্রদেশে এখনও পর্যন্ত মৃত্যু হয়েছে ২৬৭ জনের। সক্রিয় আক্রান্ত ২৭৩৫ জন। সুস্থ হয়েছেন ২৭৩৩ জন। মোট আক্রান্ত ৫৯৮১ জন।

বৃহস্পতিবারই মুম্বাইয়ে করোনা আক্রান্ত হয়েছে ১৩৮২ জন। এ নিয়ে সবমিলিয়ে বাণিজ্যনগরীতে করোনায় আক্রান্ত হলেন ২৫,৩১৭ জন।

বিহারে করোনা আক্রান্তের সংখ্যা গিয়ে দাঁড়াল ১৯৮৭। শুক্রবার আক্রান্ত হয়েছেন আরও ৭ জন।

রাজস্থানে করোনা আক্রান্তের সংখ্যা বেড়ে হয়েছে ৬২২৭ জন। সেখানে নতুন আক্রান্ত হয়েছে ২১২ জন।