ভারতে পাচার হওয়া ৫ তরুণীকে বেনাপোলে হস্তান্তার

0
492

আশানুর রহমান আশা বেনাপোল : অবৈধপথে ভারতে পাচার হওয়া ৫ বাংলাদেশি তরুণীকে আটকের দুই বছর পর বেনাপোলে হস্তান্তর করেছে ভারতীয় পুলিশ।

শনিবার বিকালে ট্রাভেল পারমিটে বেনাপোল ইমিগ্রেশন পুলিশের কাছে তাদের হস্তান্তর করে ভারতের পেট্রাপোল ইমিগ্রেশন পুলিশ।
পুলিশের কাছ থেকে ওই ৫ তরুণীকে রাইটস যশোর নামে একটি এনজিও সংস্থা গ্রহণ করেছে পরিবারের কাছে পৌঁছে দেওয়ার জন্য।
ফেরত আসা তরুণীরা হলেন- ঢাকার নুরুল ইসলামের মেয়ে রোকেয়া আক্তার (২০), নড়াইলের আক্কাছ মোল্লার মেয়ে ফতেমা রানী (২২), নরসিংদীর মুজিবর রহমানের মেয়ে র্ঝনা আক্তার (২৪), যশোরের ইরাদ আলীর মেয়ে পপি খান (২৩) ও জিল্লুর হোসেনের মেয়ে বিথী বেগম (৩০)।
রাইটস যশোরের স্থানীয় প্রতিনিধি বজলুর রহমান জানান, ভালো কাজের প্রলোভনে দালালের খপ্পরে পড়ে তারা বিভিন্ন সীমান্ত পথে ভারতে পাড়ি জমায়। পরে অবৈধ অনুপ্রবেশের অভিযোগে ভারতের মুম্বাই শহর থেকে পুলিশ তাদের আটক করে। সেখান থেকে গোহা সরকারি স্ট্রেট প্রটেকটিভ হোম তাদেরকে ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুই দেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দেওয়া বিশেষ ট্রাভেল পারমিটে তারা ফেরত আসে।
এসময় তিনি আরো জানান, আগামী এক সপ্তাহের মধ্যে তাদেরকে পরিবারের হাতে তুলে দেওয়া হবে। এসময় তাদের পরিবার যদি পাচারকারীদের সনাক্ত করে মামলা করতে চায় সব ধরনের আইনি সহায়তা দেওয়া হবে বলেও জানান তিনি।
বেনাপোল ইমিগ্রেশনের ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) ওমর শরীফ হস্তান্তরের বিষয়টি নিশ্চিত করেছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here