ভালবাসা দিবসে যশোরে সৈরাচার প্রতিরোধ দিবসে মানববন্ধন

0
377

নিজস্ব প্রতিবেদক : ১৪ ফেব্রুয়ারি কুখ্যাত মজিদ খান শিক্ষানীতির বিরুদ্ধে আন্দোলনকারী ছাত্রদের হত্যার বিচারের যশোরে মানববন্ধন হয়েছে। আজ বৃহস্পতিবার প্রেসক্লাব যশোরের সামনে সমাজতান্ত্রিক ছাত্রফন্টের যশোর শহর শাখার নেতৃবৃন্দ সকাল সাড়ে ১০টা থেকে ঘণ্টাব্যাপি মানববন্ধের আয়োজনে করে।
মানববন্ধনে নেতৃবৃন্দ বলেন, স্বৈরাচার এরশাদ সরকারের আমলে কুখ্যাত মজিদ খান শিক্ষানীতি বাতিলের দাবিতে সাধারণ ছাত্ররা আন্দোলনে নামেন। ১৪ ফেব্রুয়ারিতে আন্দোলনরত ছাত্ররা শিক্ষা মন্ত্রণালয় ঘেরাও করেন। এ আন্দোলনে পুলিশের গুলিতে জাফর, জয়নাল, কাঞ্ছন, দিপালীসহ সাতজন শহীদ হয়। তখন স্বৈরাচার এরশাদ সরকার এ প্রেক্ষাপট ভিন্নখাতে নিতে ১৪ ফেব্রুয়ারি ভালবাসা দিবস ঘোষণা করেন। ভালবাসা দিবসের ধু¤্রজালে আন্দোলনকারী ছাত্রদের চেতনা হারিয়ে যেতে দেওয়া হবে।
মানববন্ধনে বক্তব্য রাখেন যশোর জেলা ছাত্রফন্টের সাধারণ সম্পাদক পলাশ পাল, এমএম কলেজ সভাপতি ইমরান খান, সাধারণ সম্পাদক সোহেল রানা, সিটি কলেজের আহবায়ক শুভ্রমন্ডল ও শহরের শুভ রায়।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here