ভিয়েতনামের প্রেসিডেন্ট ঢাকায়

0
416

নিজস্ব প্রতিবেদক : ভিয়েতনামের প্রেসিডেন্ট ত্রান দেই কোয়াং তিনদিনের সফরে ঢাকা পৌঁছেছেন আজ রবিবার (৪ মার্চ)। এদিন বিকালে তিনি ঢাকা পৌঁছালে রাষ্ট্রপতি আবদুল হামিদ তাকে অভ্যর্থনা জানান।

পররাষ্ট্র মন্ত্রণালয় সূত্র জানায়, ২০০৪ সালের পর এই প্রথম ভিয়েতনামের কোনও প্রেসিডেন্ট বাংলাদেশ সফর করছেন। প্রধানমন্ত্রী শেখ হাসিনার সঙ্গে ভিয়েতনাম প্রেসিডেন্টের দ্বিপক্ষীয় বৈঠক অনুষ্ঠিত হবে আগামীকাল সোমবার ।

রোহিঙ্গা ইস্যু ছাড়াও সরকার ভিয়েতনামের সমর্থন চায় আসিয়ানের ডায়ালগ পার্টনার হতে। এছাড়া বাংলাদেশ মেকং গঙ্গা সহযোগিতা এবং ইস্ট-ওয়েস্ট অর্থনৈতিক করিডরে যোগ দিতে চায় বাংলাদেশ।

প্রসঙ্গত, ভিয়েতনাম ও মিয়ানমার উভয়ই আসিয়ানের সদস্য। গত বছর জাতিসংঘের সাধারণ পরিষদ ভোটাভুটিতে মিয়ানমারকে সমর্থন করেছিল ভিয়েতনাম।

দুই দেশের মধ্যে বাণিজ্যের পরিমাণ প্রায় ৯০০ মিলিয়ন ডলার এবং দুই দেশের মধ্যে চাল বাণিজ্য বিষয়ক ২০১১ সালের একটি সমঝোতা চুক্তি ২০২২ সাল পর্যন্ত বর্ধিত করা হয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here