ভূয়া পুলিশের নায়েক শান্তসহ তারসহযোগীর বিরুদ্ধে যশোরে মামলা

0
253

বিশেষ প্রতিনিধি : পুলিশের ভূয়া নায়েক সেজে ও আইডি কার্ড বানিয়ে চাঁদাদাবিকালে ব্যবসায়ীদের হাতে গ্রেফতারকৃত মোঃ রাকিবুল হাসান শান্ত ও তার সহযোগী মামুনের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। মামলাটি দায়ের করেন, যশোর শহরের বেজপাড়া আনসার ক্যাম্প পানি ট্যাংকীর পাশে মৃত সুলতান আহম্মেদের ছেলে শাহ আলম। আসামীরা হচ্ছে,যশোর শহরতলী পালবাড়ী গাজীর ঘাট রোডস্থ শাহ আলমের ছেলে রাকিবুল হাসান শান্ত ও তার সহযোগী সদর উপজেলার নতুন খয়েরতলার মোশারফ হোসেনের ছেলে মামুন ওরফে জনি।
শহরের সিটি প্লাজার দ্বিতীয়তলা ৩৬ নং দোকানের এসএস ফ্যাশনের মালিক শাহ আলম দায়েরকৃত এজাহারে বলেছেন,মঙ্গলবার দুপুরে তিনি দোকান থেকে বাড়িতে যান। দোকানের কর্মচারী রহমানের কাছে রাকিবুল হাসান শান্ত এসে নিজেকে পুলিশের নায়েক পরিচয় দিয়ে ৫ হাজার টাকা দাবি করে। রহমান টাকা দিতে অপারগতা প্রকাশ করলে রহমানের মোবাইল থেকে শাহ আলমের মোবাইল ফোনে শান্ত ফোন করে নিজেকে পুলিশের নায়েক পরিচয় দিয়ে উক্ত টাকা দাবি করে। শাহ আলম বিষয়টি উক্ত সিটি প্লাজার লেডিস টার্চরে মালিক রায়হান ইসলামকে ফোন করে বিষয়টি জানান। রায়হান ইসলাম উক্ত এসএস ফ্যাশন দোকানে এসে শান্তর কাছে টাকা চাওয়ার বিষয়টি জানতে চাইলে সে নিজেকে পুলিশের নায়েক পরিচয় দিয়ে তার কাছে থাকান পুলিশের নকল আইডি কার্ড প্রদর্শন করে। স্থানীয় ব্যবসায়ীরা শান্তকে গ্রেফতার করে স্থানীয় থানায় খবর দিলে থানা থেকে এসআই ইকবাল মাহমুদ এসে শান্তকে হেফাজতে নিয়ে জিজ্ঞাসাবাদ করলে সে আসল কাহিনী ফাঁস করে দেন। সে পুলিশকে জানান, মামুন হোসেন জনির কাছ থেকে সে নকল পুলিশের আইডি কার্ড তৈরী করেছে। শান্তর দেখানো মতে জনিকে গ্রেফতার করে। শান্ত সম্প্রতি পুলিশ কনস্টেবল নিয়োগে চুড়ান্ত হয়েছেন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here