ভূয়া মুক্তিযোদ্ধা সনদে কনস্টেবল চাকুরীরত পদে নারীসহ ১৪ জনের বিরুদ্ধে যশোর থানায় মামলা

0
419

এম আর রকি : ভূয়া মুক্তিযোদ্ধার সনদে পুলিশে চাকুরী করার অভিযোগে নারীসহ ১৪ পুলিশ কনস্টেবলের বিরুদ্ধে যশোর কোতয়ালি মডেল থানায় মামলা দায়ের করা হয়েছে। যশোর রিজার্ভ অফিসের আরওআই পুলিশ পরিদর্শক এম মশিউর রহমান বাদী হয়ে চারটি মামলা দায়ের করেছে। বিগত ২০১৩,১৫ ও ১৯ সালে মুক্তিযোদ্ধার সন্তান না হয়েও বেআইনী ভাবে তাদের পিতার নামে ভূয়া/জাল মুক্তিযোদ্ধার সনদপত্র সৃষ্টি করে নিজেকে মুক্তিযোদ্ধা সন্তান পরিচয়ে প্রতারনার মাধ্যমে পুলিশ ট্রেইনিং রিক্রুট কনস্টেবল পুরুষ/নারী পদে ভর্তি হওয়ার অপরাধে কর্মরত পুলিশ কনস্টেবলদের বিরুদ্ধে মামলা হওয়ায় তাদেরকে গ্রেফতার করা হয়েছে। মামলার আসামীরা হচ্ছে,যশোর সদর উপজেলার ছাতিয়ানতলা গ্রামের সাইদুর রহমানের ছেলে ঢাকা এন্টিটেরিজম ইউনিটে কর্মরত কনস্টবল ৮২১ মোঃ রানা হাসান,যশোরের চৌগাছা উপজেলার জগন্নাথপুর গ্রামের মোজাম্মেল হকের ছেলে খুলনা কেএমপিতে কর্মরত কনস্টেবল নং ৬১৬৮ মোঃ মনিরুজ্জামান,যশোর সদর উপজেলার সুড়া গ্রামের সাধন সিংহের ছেলে ঢাকা ডিএমপিতে কর্মরত কনস্টেবল নং ৩৬০৬৭ বিপদো সিংহ,সদর উপজেলার নরসিংহকাটি গ্রামের অজিত কুমার বিশ^াসের ছেলে ঢাকা ডিএমপিতে কর্মরত অমিত কুমার বিশ^াস,আন্দইল পোতা গ্রামের মোঃ বাশারত হোসেনের ছেলে নড়াইল জেলায় কর্মরত কনস্টেবল নং ৬১৭ মোঃ আশিকুর রহমান,সুড়া গ্রামের কুমারেশ সিংহ এর ছেলে ঢাকা ডিএমপিতে কর্মরত কনস্টেবল নং ৩৭২৪৭ সুজল সিংহ, যশোরের বাঘারপাড়া উপজেলার সাইটখালী গ্রামের আহাদ আলীর ছেলে ঝিনাইদহ জেলায় কর্মরত কনস্টেবল নং ১৪৬৫ মোঃ বাপ্পী মাহমুদ, চৌগাছা থানার কোটালিপুর গ্রামের আব্দুস সাত্তার বিশ^াসের ছেলে ঝিনাইদহ জেলায় কর্মরত কনস্টেবল নং ১২২৪ মোঃ আলীম উদ্দিন,অভয়নগর উপজেলার লাউলী গ্রামের মোঃ আব্দুর রাজ্জাক ফকিরের ছেলে (সাতক্ষীরা টিআরসি-৭২১,পিটিসি খুলনায় কর্মরত কনস্টেবল ৮৭৩ মোঃ মিনাজ হোসেন,যশোর সদর উপজেলার আন্দোইল পোতা গ্রামের আফজাল মোল্লার ছেলে (জিএমপি) টিআরসি-৭২০ পিটিসি খুলনায় কর্মরত কনস্টেবল নং ১১৬৫ মোঃ সালাউদ্দিন,বাঘারপাড়া থানার বলরামপুর গ্রামের নুর মোহাম্মদের ছেলে কেএমপি খুলনা টিআরসি-৭১১ পিটিসি খুলনায় কর্মরত কনস্টেবল নং ৬০৫৯ মোঃ নাসির উদ্দিন,সদর উপজেলার নরসিংহকাঠি গ্রামের সাধন বিশ^াসের ছেলে এসপিবিএন,টিআরসি-৪৬৮ পিটিসি খুলনায় কর্মরত দেবাশীষ কুমার বিশ^াস,বাঘারপাড়া উপজেলার নরসিংহপুর গ্রামের দিপন বিশ^াসের ছেলে আরআরএফ খুলনা টিআরসি-১৬৩পিটিসি খুলনায় কর্মরত কনস্টেবল নং ৭৪৯ নব কুমার বিশ^াস ও সদর উপজেলার এনায়েতপুর গ্রামের মোঃ কাওছার আলীর মেয়ে নড়াইল টিআরসি-২৬১পিটিসি রংপুরে কর্মরত কনস্টেবল নং ৫০৫ সোনিয়া খাতুন। কর্মরত পুলিশ কনস্টেবলদের বিরুদ্ধে কোতয়ালি মডেল থানার মামলা নং ৯০,৯১,৯২ ও ৯৩ তারিখঃ ৩০/১২/১৯ ইং । ধারা,৪৬৭/৪৬৮/৪৭১/৪৭৫/৪২০/৩৪ পেনাল কোড।
দায়ের করা মামলায় বাদি এজাহারে উল্লেখ করেছেন,বিগত ২০১৩ সালের ৬ জানুয়ারী সকাল ৯ টায় যশোর পুলিশ লাইন্স ময়দানে পুলিশ কনস্টেবল পদে চাকুরী নিয়োগে নব কুমার বিশ^াস,সোনিয়া খাতুন, ২০১৫ সালের ২৩ ফেব্রুয়ারী সকাল ৯ টায় যশোর পুলিশ লাইন ময়দানে মিনাজ হোসেন,সালাউদ্দিন ও নসির উদ্দিন,একই বছরের ৩ ডিসেম্বর সকাল ৯ টায় যশোর পুলিশ লাইন ময়দানে পুলিশ কনস্টেবল নিয়োগে রানা হাসান, মনিরুজ্জামান,বিপদো সিংহ, অমিত কুমার বিশ^াস, আশিকুর রহমান, সুজল সিংহ,বাপ্পী মাহমুদ ও আলীম উদ্দিন এবং গত বছর ২০১৯ সালের ২২ ফেব্রুয়ারী সকাল ৯ টায় পুলিশ লাইন ময়দানে পুলিশ কনস্টেবল পদে পুরুষ ও নারী নিয়োগে দেবাশীষ কুমার বিশ^াস ভূয়া মুক্তিযোদ্ধার সনদ দিয়ে চাকুরী পান। চাকুরী নিয়োগের পর তাদেরকে ছয় মাসের ট্রেইনিংয়ে পাঠানোর পর পুলিশ হেডকোয়ার্টাস থেকে আদেশ দেওয়া হয়। পরবর্তীতে উক্ত প্রার্থীদের নিয়োগের পর দাখিলকৃত মুক্তিযোদ্ধার সনদ যাচাই বাছাইয়ের জন্য সংশ্লিষ্ট মুক্তিযোদ্ধা মন্ত্রনালয় তদন্তর জন্য পাঠানো হয়। সেখান থেকে মাস কয়েকপূর্বে যাচাই বাছাই করে প্রতীয়মান হন দাখিলকৃত মুক্তিযোদ্ধা সনদ জাল ও ভূয়া। পরবর্তীতের প্রতিবেদন পাওয়ার পর পুলিশ হেডকোয়ার্টাস থেকে নিয়োগপ্রাপ্ত পুলিশ কনস্টেবলদের বিরুদ্ধে আইনগত ব্যবস্থা গ্রহনের জন্য নির্দেশ দেওয়ার পর মামলা হিসেবে নথিভূক্ত হয়। মামলা হওয়ার পর কর্মরতদের গ্রেফতার করা হয় বলে জানাগেছে।