ভেনেজুয়েলায় পুলিশ স্টেশনে দাঙ্গা ও অগ্নিকাণ্ড, নিহত ৬৮

0
506
A woman kicks at a riot police shield as relatives of prisoners wait to hear news about their family members imprisoned at a police station where a riot broke out, in Valencia, Venezuela, Wednesday, March 28, 2018. In a state police station housing more than one hundred prisoners, a riot culminated in a fire, requiring authorities to open a hole in a wall to rescue the inmates. (AP Photo/Juan Carlos Hernandez)

ম্যাগপাই নিউজ ডেস্ক : হুগো শ্যাভেজের দেশ ভেনেজুয়েলার কারাবু রাজ্যের একটি পুলিশ স্টেশনে দাঙ্গা এবং এর জেরে সৃষ্ট অগ্নিকাণ্ডে অন্তত ৬৮ জন নিহত হয়েছেন।

স্থানীয় সময় বুধবার রাতে কারাবুর ভ্যালেন্সিয়া শহরের ওই স্টেশনে বন্দি আসামিরা তোষকে আগুন ধরিয়ে হাঙ্গামা সৃষ্টি করে পালাতে চাইলে এ প্রাণহানি ঘটে।

নিরাপত্তা বাহিনী জানায়, পুলিশ স্টেশনে বন্দিরা হাঙ্গামা সৃষ্টি করে পালানোর জন্য তোষকে আগুন ধরিয়ে দিলে মুহূর্তের মধ্যে তা পুরো স্টেশনে ছড়িয়ে পড়ে। আসামিরা এই অবস্থায় দাঙ্গা বাঁধিয়ে পালাতে চাইলে পুলিশ প্রতিরোধ করে।

এদিকে অগ্নিকাণ্ডের খবর ছড়িয়ে পড়তেই বন্দিদের স্বজনরা ওই স্টেশনের বাইরে এসে জড়ো হন। তারা ক্ষিপ্ত হয়ে স্টেশন আক্রমণ করতে চাইলে পুলিশ কাঁদানে গ্যাস নিক্ষেপ করে।

নিহতদের স্বজনরা দাবি করেছেন, অগ্নিকাণ্ডের পর তীব্র ধোঁয়ায় শ্বাসরুদ্ধ হয়ে মারা গেছেন অনেকে। বন্দিদের দেখতে যাওয়া অনেক স্বজন ও শিশুও নিহতদের মধ্যে রয়েছেন। তবে পরিস্থিতি এখন নিয়ন্ত্রণে রয়েছে।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here