ভ্রাম্যমাণ আদালতের অভিযানে রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ে বালি তোলার মেশিন জব্দ

0
530

নিজস্ব প্রতিবেদক : যশোরের রাজগঞ্জের ঝাঁপা বাঁওড়ে অভিযান চালিয়ে বালি তোলার দুটি মেশিন, ভাসমান পাইপ ও সরঞ্জাম জব্দ করেছেন ভ্রাম্যমাণ আদালত৷
রোববার বিকেলে ভ্রাম্যমাণ আদালতের নির্বাহী ম্যাজিস্ট্রেট উপজেলা নির্বাহী কর্মকর্তা (অতিরিক্ত দায়িত্ব) হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ অভিযান চালিয়ে মেশিনসহ সরঞ্জামগুলো হেফাজতে নেন৷এসময় জড়িতরা পালিয়ে যাওয়ায় তাদের গ্রেফতার করা সম্ভব হয়নি৷
স্থানীয় একটি চক্রের মদদে ঝাঁপা গ্রামের দক্ষিণপাড়ার রবিউল নামের এক যুবক দেড়মাস ধরে ঝাঁপা বাঁওড়ের ভাসমান সেতুর অদূরে মেশিন বসিয়ে বালি তুলে আসছিলেন৷ উপজেলা প্রশাসনের পক্ষ থেকে তাকে নোটিস করা হলেও তিনি বালি তোলা বন্ধ করেননি৷
নির্বাহী ম্যাজিস্ট্রেট হোসাইন মুহাম্মদ আল-মুজাহিদ বলেন, স্থানীয় একটি চক্রের সাহায্যে রবিউল নামের এক ব্যক্তি ঝাঁপা বাঁওড়ে মেশিন বসিয়ে বালি তুলছিল৷ বিষয়টি জানার পর গত মাসে তাকে একবার নোটিসের মাধ্যমে সতর্ক করা হয়েছিল৷ পরে কিছুদিন সে কাজ বন্ধ রাখে৷
সম্প্রতি পুনারায় রবিউল রাতের আঁধারে বালি তোলার কাজ চালাচ্ছিল বলে অভিযোগ পেয়ে রোববার বিকেল চারটায় বাঁওড়ে অভিযান চালিয়ে দুটি মেশিন, ভাসমান পাইপ ও ড্রাম জব্দ করা হয়েছে৷

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here