মণিরামপুরের পশ্চিম অঞ্চলের সড়ক র্দূঘটনায় গত ১ মাসে শিক্ষার্থী, চাকুরীজীবিসহ নিহত ৭ আহত ৩১ জন

0
501

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর): যশোরের মণিরামপুরের পশ্চিম অঞ্চলের গত ১ মাসে সড়ক র্দূঘটনায় ৭ জন নিহত ও ৩১ জন আহত। চালকদের বেপোরোয়া গতিতে গাড়ী চালানো ও অদক্ষ চালকের কারনে এ সকল র্দূঘটনা ঘটছে বলে অভিযোগ উঠেছে।
যশোরের মণিরামপুর উপজেলার রাজগঞ্জ অঞ্চলের বিভিন্ন সড়কে পৃথক পৃথক সড়ক র্দূঘটনায় গত ১ মাসে শিক্ষার্থী, সরকারী চাকুরী জীবি ও শিশুসহ ৭ জন নিহত। তথ্যানুসন্ধানে জানা যায়, গত ফেব্রুয়ারী মাসের ৫ তারিখ বিকালে রাজগঞ্জের হানুয়ার গ্রামের আবুল হাসানের ছেলে শিমুল হোসেন যশোর আব্দুর রাজ্জাক কলেজের ক্লাস শেষে লাইন বাসের ছাদে উঠে বাড়ি আসার পথমধ্যে পুলেরহাট টু রাজগঞ্জ সড়কের মাহিদিয়া বাজারের পাশে গাছের ডালের আঘাতে পড়ে গুরুতর আহত হয়। যশোর সদর হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ঐ দিন বিকাল ৫টায় শিমুল মৃত্যু বরণ করেন। এদিকে ৪ ফেব্রুয়ারী দুপর ২টার দিকে রাজগঞ্জ সরকারী প্রাথমিক বিদ্যালয়ের ৪র্থ শ্রেনির ছাত্র ঝাঁপা গ্রামের রফিকুলের ছেলে হাদিউজ্জামান নাঈম রাজগঞ্জ বাজারের রাসেল পরিবহন কাউন্টারের সামনের রাস্তায় দুধবাহী ট্রাকের চাকায় পিষ্ট হয়ে মারাত্বক জখম হয়। নাঈম সেই থেকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালের বেডে মৃত্যু যন্ত্রনায় কাঁতরাচ্ছে। পরিবারের লোকজন জানিয়েছে, চিরতরে নাঈমকে পঙ্গুত্ব বরনে জীবন যাপন করতে হবে। ৩ ফেব্রুয়ারী সকালে রাজগঞ্জের সিংহের খাজুরা গ্রামের রাজ্জাকের রাইচ মিলের সামনে মটরসাইকেল ও ভ্যান গাড়ীর মুখোমুখী সংঘর্ষে মটরসাইকেল চালক ধোপাডাঙ্গা গ্রামের আব্দুল্যাহ গুরুতর আহত হয়ে চিকিৎসার পর এখন পঙ্গুত্ব বরন করছে। একই দিনে নেংগুড়াহাট আমতলা মোড়ে ট্রাক ও মটরসাইকেল সংঘর্ষে মটরসাইকেল চালক হায়াতপুর গ্রামের সামছুদ্দীনের ছেলে শফিকুল ইমলাম জখম হন। এখনও পর্যন্ত সে হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে। ১ ফেব্রুয়ারী সকাল ৭টার দিকে হায়াতপুর গ্রামের রবিউল ইসলামের কলেজ পড়–য়া ছেলে শাওন হোসেন (২০) বাড়ি থেকে মটরসাইকেল যোগে হাকিমপুর নলতা বাজার সংলগ্ন স্থানে পৌছালে ত্রিমোহিনী দিক থেকে আসা পোনা মাছ বহনকারী একটি পিকআপ গাড়ীতে আঘাত করে। গুরুতর আহত অবস্থায় হাসপাতালে নেওয়ার পথে তার মৃত্যু হয়। ২৯ জানুয়ারী রাজগঞ্জ বাজার পাড়ার মিজানের স্ত্রী সুফিয়া খাতুন ও কবিরের স্ত্রী যশোর থেকে ডাক্তার দেখিয়ে মটরসাইকেল যোগে বাড়ি ফেরার পথে পুলেরহাট রোডের তালতলা বাজারের অদুরে পৌছালে পিছন থেকে একটি প্রাইভেটকারে জোরালো আঘাত করে। এতে মটরসাইকেল চালক ও কবিরের স্ত্রী আহত হয় এবং সুফিয়া খাতুন মারাত্বক জখম হয়ে যশোর সদর হাসপাতালে ভর্তি হয়। পরে ঢাকা মেডিকেল হাসপাতালে নিয়ে যায়। চিকিৎসাধীন অবস্থায় ৩ দিন পর তার মৃত্যু হয়। ২৫ জানুয়ারী রোহিতা বাজারের পাশে ভ্যান ও মটরসাইকেল সংঘর্ষে ভ্যান চালক পলাশী গ্রামের সাহাবুদ্দীন (৪৮) ঘটনাস্থলে মারা যায়। ২৪ জানুয়ারী দুপরে মটরসাইকেল যোগে যশোর ডিসি অফিসের পিয়ন অফিস বার্তা নিয়ে যাওয়ার সময় রাজগঞ্জের সিংহের খাজুরা গ্রামের রহিমের দোকানের সামনে দুটি মটরসাইকেল মুখোমুখি সংঘর্ষ হয়। এতে পিয়ন শরিফুল ইসলাম (৩২) গুরুতর আহত হয়। বর্তমান তিনি হাসপাতালে চিকিৎসাধীন রয়েছেন। অপর মটরসাইকেলের চালকসহ ৪ জন আহত হয়। ১৮ জানুয়ারী ভান্ডারী মোড় সংলগ্ন স্থানে বরযাত্রী গাড়ীর সাথে লাইন বাসের সংঘর্ষে বরযাত্রী আকলিমা খাতুন (২৫) নিহত হয় ও শিশুসহ ৪ জন গুরুতর আহত হয়ে হাসপাতালে ভর্তি হয়। ১০ জানুয়ারী রাজগঞ্জ বাজার পাড়ার মাষ্টার নওশের আলমের স্ত্রী স্বাস্থ্যকর্র্মি আনজুয়ারা অফিসের কাজ শেষে ভাড়ার মটরসাইকেলে বাড়ি ফেরার পথিমধ্যে রাজগঞ্জের মোনাহরপুর গ্রামের মসজিদ সংলগ্ন স্থানে নিয়ন্ত্রন হারিয়ে গাড়িটি পাশের গাছের সাথে ধাক্কা খায়। আনজুয়ারা মটরসাইকেলের পিছন থেকে পড়ে যেয়ে গুরুতর আহত হয়ে যশোর সদর হাসপাতালে ভর্তি হয় সেখানে কর্তব্যরত চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন। ১ জানুয়ারী মোবারকপুর গ্রামের আব্দুল হান্নানের ছেলে ৫ম শ্রেণির ছাত্র ইমন হোসেন রাজগঞ্জের পালপাড়া নামক স্থানে মাটিবাহী ট্রাকটারের চাকায় পিষ্ট হয়ে ঘটনাস্থলে মারা যায়। অভিযোগ উঠেছে, সম্প্রতি রাজগঞ্জ বাজারের উপর দিয়ে পোনা মাছ বাহী পিকআপ গাড়ী বেপোরোয়া চলাচলের কারন এবং মটরসাইকেল চালকরা দক্ষ না হওয়ায় একের পর এক দূঘটনা ঘটেই চলেছে। তাই গত ১ মাসে উপজেলার রাজগঞ্জ অঞ্চলের বিভিন্ন সড়কে পৃথক পৃথক সড়ক র্দূঘটনায় শিক্ষার্থী, সরকারী চাকুরী জীবি, শিশুসহ ৭ জন নিহত ও আহত হয়েছে ৩১ জন। তাই উপজেলার রাজগঞ্জ বাজারসহ এলাকার সচেতন মহল ও সুধীজন প্রতিনিধিকে জানান, প্রশাসনের হস্তক্ষেপে সকল প্রকার যানবাহন রাস্তায় চলাচলের সময় যদি গতি নিয়ন্ত্রনে রাখতে পারে তাহলে যখন তখন সড়ক দূঘটনা থেকে রেহাই পেতে পারে রাজগঞ্জ অঞ্চলের পথচারীরা।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here