মণিরামপুরের বাড়িতে বাড়িতে খাদ্যদ্রব্য নিয়ে হাজির উপজেলা চেয়ারম্যান নাজমা খানম

0
406

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস৷৷ বাড়ি খাবার নেই এই কথা ফোনে বলা লাগছে না তার আগেই মানুষের দুয়ারে দুয়ারে খাদ্যদ্রব্য নিয়ে ছুটছেন মণিরামপুরের উপজেলা পরিষদের চেয়ারম্যান নাজমা খানম। করোনা ইস্যুতে গত দুইদিন গৃহবন্দি উপজেলার কর্মহীন হতদরিদ্র মানুষের বাড়ি বাড়ি এই খাদ্যদ্রব্য পৌঁছে দিচ্ছেন তিনি। আর কষ্টের মুহুত্বে নাজমা খানমকে পাশে পেয়ে খুশি হতদরিদ্ররা।
শুক্রবার সকাল থেকে শনিবার সন্ধ্যে পর্যন্ত খেদাপাড়া, রোহিতা, মনোহরপুর, কোনাকোলা এবং পৌর এলাকার ২০০ পরিবারের মাঝে নিজ উদ্যোগে এই খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছেন নাজমা খানম। সাহায্যের প্রতিটি প্যাকেটে পাঁচ কেজি চাল, আলু, ডাল, লবণ, ভোজ্য তেল, এক প্যাকেট ডিটারজেন্ট ও একটি সাবান রয়েছে। যতদিন হতদরিদ্র মানুষ গৃহবন্দি থাকবেন ততদিন নাজমা খানম নিজে ওইসব পরিবারগুলোর মাঝে খাদ্যদ্রব্য পৌঁছে দেবেন বলে প্রতিশ্রুতি দিয়েছেন।
মাহমুদকাটি গ্রামের ইউসুফ আলী বলেন, আইসক্রিম বেচে আমার সংসার চলত। এখন করোনার জন্য বের হওয়া যাচ্ছে না। ঘরে চালও পুরিয়ে গেছে। খুব চিন্তায় ছিলাম। নাজমা খানমের খাবার সামগ্রী পেয়ে আমি খুশি।
নাজমা খানম বলেন, গত দুই দিনে ২০০ হতদরিদ্র পরিবারের মাঝে বাড়ি বাড়ি গিয়ে নিজ তহবিল থেকে খাদ্যদ্রব্য পৌঁছে দিয়েছি। করোনা রোধে যতদিন মণিরামপুরের হতদরিদ্র কর্মহীন মানুষ ঘরে অবস্থান করবেন, ততদিন তাদের জন্য আমার এই সহযোগিতা চলমান থাকবে।