মণিরামপুরে উপজেলা নির্বাচনের প্রার্থী বাছাইয়ে আ’লীগের জরুরী বর্ধিত সভায় প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য

0
437

উত্তম চক্রবর্তী,মণিরামপুর(যশোর)অফিস : দেশব্যাপি আসন্ন উপজেলা পরিষদ নির্বাচনের ন্যায় (২০১৯) মণিরামপুরে আওয়ামী লীগ দলীয় চেয়ারম্যান, ভাইস চেয়ারম্যান (পুরুষ) ও চেয়ারম্যান ভাইস চেয়ারম্যান (মহিলা) পদে মনোনয়ন প্রত্যাশীদের বাছাইয়ের লক্ষ্যে উপজেলা আওয়ামী লীগের বিশেষ বর্ধিত সভা অনুষ্ঠিত হয়েছে।
মঙ্গলবার বিকেলে মণিরামপুর মহিলা ডিগ্রী কলেজ ক্যাম্পাসে উপজেলা আওয়ামী লীগের সভাপতি, পৌর মেয়র আলহাজ্ব কাজী মাহমুদুল হাসানের সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেনের পরিচালনায় প্রধান অতিথি হিসেবে বক্তব্য রাখেন গণপ্রজাতন্ত্রী বাংলাদেশ সরকারের এলজিআরডি মন্ত্রনালয়ের দায়িত্বপ্রাপ্ত প্রতিমন্ত্রী স্বপন ভট্টাচার্য্য (এমপি)।
অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন জেলা আ’লীগ সদস্য, মণিরামপুর উপজেলা আওয়ামীগের সহ-সভাপতি ও উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, উপজেলা আ’লীগের সিনিয়র সদস্য আবুল কালাম আজাদ, উপজেলা আ’লীগ নেতা এ্যাড. বশির আহম্মেদ খান, মহিলা ভাইস চেয়ারম্যান নাজমা খানম প্রমুখ।
সভায় সর্ব সম্মতিক্রমে সিদ্ধান্ত গৃহীত হয় যারা উপজেলা পরিষদ নির্বাচনে দলীয় মনোনয়ন পেতে চান-তারা উপজেলা আওয়ামী লীগের দফতর হতে দলীয় মনোনয়ন ফরম ক্রয় করে সেগুলো পূরণ করে পুনরায় একই স্থানে জমা দিতে হবে। তারপর পববর্তী সিদ্ধান্ত গ্রহণ করা হবে। এ পর্যন্ত চেয়ারম্যান পদে দলীয় মনোনয়নপত্র সংগ্রহ করেছেন ৭ জন। তারা যথক্রমে জেলা আওয়ামীলীগের অন্যতম সদস্য মণিরামপুর উপজেলা আ’লীগের সিনিয়র সহসভাপতি বর্তমান উপজেলা পরিষদ চেয়ারম্যান আমজাদ হোসেন লাভলু, সাবেক কেন্দ্রীয় ছাত্রলীগ নেতা উপজেলা আ’লীগের সাধারণ সম্পাদক প্রভাষক ফারুক হোসেন, উপজেলা আ’লীগের সাবেক যুগ্ম সম্পাদক আবুল কালাম আজাদ, সাবেক জেলা ছাত্রলীগের সহসভাপতি, সাবেক উপজেলা ছাত্রলীগের সভাপতি তরুণ আ’লীগ নেতা এ্যাড. বশির আহম্মেদ খান, উপজেলা আ’লীগনেতা ও সাবেক ইউপি চেয়ারম্যান জিএম মজিদ, জেলা যুব মহিলা লীগের সহসভাপতি বর্তমান উপজেলা পরিষদ ভাইস চেয়ারম্যান নাজমা খানম ও উপজেলা আ’লীগের সাবেক সদস্য হাবিবুর রহমান খান। ভাইস চেয়ারম্যান পদে ৮ জন, তারা হলেন, উপজেলা আ’লীগের সাবেক সাংগঠনিক সম্পাদক হাসেম আলী, জেলা ছাত্রলীগের সাবেক যগ্ম সাধারণ সম্পাদক, পৌর ছাত্রলীগের সাবেক সাধারণ সম্পাদক, বর্তমান পরিশ্রমি নবীণ উপজেলা আ’লীগ নেতা সন্দীপ ঘোষ, উপজেলা যুব’লীগের সাবেক সভাপতি দেবাশিষ সরকার বাবু, সাবেক সাধারণ সম্পাদক সম আলাউদ্দীন, উপজেলা যুবলীগের বর্তমান আহবায়ক উত্তম চক্রবর্তী বাচ্চু, সাবেক উপজেলা ছাত্রলীগের আহবায়ক ও বর্তমান যুবলীগের যুগ্ম আহবায়ক মনিরুজ্জামান মিল্টন, হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের উপজেলা আহবায়ক পবন কুমার তপন ও উপজেলা যুবলীগের আহবায়ক কমিটির সদস্য মঞ্জুর হোসেন। মহিলা ভাইস চেয়ারম্যান পদে ৫জন মনোনয়নপত্র সংগ্রহ করেছেন। তারা হলেন উপজেলা মহিলা আ’লীগের নেত্রী ও ইউপি সদস্য সখিনা বেগম, বর্তমান উপজেলা মহিলা আ’লীগের সভাপতি রীতা পাঁড়ে, সাধারণ সম্পাদক আসমাতুন্নাহার, যুব মহিলা লীগের সাধারণ সম্পাদক জলি আক্তার ও উপজেলা যুব মহিলা লীগ নেত্রী ডলি পারভীন।

LEAVE A REPLY

Please enter your comment!
Please enter your name here